ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আইপিএলের জুয়ায় জড়িত সালমানের ভাই আরবাজ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০১ ২০:৪৯:১৬
আইপিএলের জুয়ায় জড়িত সালমানের ভাই আরবাজ!

এনডিটিভির খবরে বলা হয়, জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে আরবাজকে জবানবন্দি দেয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।

মঙ্গলবার মুম্বাই পুলিশ একজন জুয়াড়িকে গ্রেফতার করে। সোনু জালান নামের ওই জুয়াড়িকে জিজ্ঞাসাবাদের সময় সে আরবাজ খানের নাম উল্লেখ করে বলে জানিয়েছে পুলিশ।

অভিনেতা সালমান খানের ভাই ৫০ বছর বয়সী আরবাজ একজন প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক। পুলিশ মনে করছে, সম্প্রতি চলা আইপিএল খেলায় সোনু জালানের মাধ্যমে আরবাজ খান জুয়ায় অংশ নেন। সোনু চেষ্টা করেছিল আরবাজের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার।

অ্যান্টি এক্সটরশান সেলের পক্ষ থেকে আরবাজ খানের জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দেয়া হয়েছে। বলিউড সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খান বুকিদের মাধ্যমে আইপিএলের একাদশ আসর চলাকালীন জুয়ায় টাকা খাটাতেন।

অ্যান্টি এক্সটরশান সেলের পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা প্রদীপ শর্মা জানিয়েছেন, ‘জুয়ায় আরবাজের ভূমিকা তদন্ত করে দেখা হবে এবং তার বক্তব্য রেকর্ড করা হবে।’

আইপিএলের জুয়ায় আরবাজ ২.৮ কোটি টাকার ক্ষতি করেছিলেন। তার পর থেকেই জালান তাকে হুমকি দিচ্ছিল বলে জানায় নিউজ-১৮। যদিও সালমান ও আরবাজের বাবা এ ধরনের কোনো ঘটনার বিষয়ে অবগত থাকার কথা অস্বীকার করেছেন।

গত ১৬ মে প্রথম থানে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি এক্সটরশান সেল দোম্বিভিলির একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একটি বড় জুয়া চক্রের খোঁজ পায়। পুলিশের দাবি প্রায় ১০০ কোটি টাকার লেনদেন হয়েছে এই জুয়াড়ি চক্রের মাধ্যমে।

প্রভাবশালী জুয়াড়ি সোনু জালানের একটা ডায়ারি উদ্ধার হয়েছে যেখানে আরও বড় চমকদার নামের সূত্র পাওয়ার সম্ভবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

পাশাপাশি এই সোনু জালানের সাথে দাউদ ইব্রাহিমেরও সংযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কয়েক বছর আগে আইপিএল কাঁপিয়ে দিয়েছিল স্পট ফিক্সিং বিতর্ক। এবার আবার একবার স্ক্যানারের নিচে চলে আসলো মিলিয়ন ডলার এই টুর্নামেন্ট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে