ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ম্যাচ হেরে ওয়েস্ট ইন্ডিজকে বিপুল অঙ্কের আর্থিক সহযোগিতার ঘোষণা আফ্রিদির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০১ ১৫:১৮:১১
ম্যাচ হেরে ওয়েস্ট ইন্ডিজকে বিপুল অঙ্কের আর্থিক সহযোগিতার ঘোষণা আফ্রিদির

আর গতকাল ৩১ মে অনুষ্ঠিত সেই ম্যাচে বিশ্ব একাদশকে ৭২ রানে হারায় উইন্ডিজরা। এদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ বোলিং করেন কেসরিক উইলিয়ামস। অন্যদিকে ব্যাট হাতে দারুণ খেলেছেন ওপেনার এভিন লুইস। বিশ্ব একাদশের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

আর এই ম্যাচটির সকল আয় স্টেডিয়াম সংঙ্কারে ব্যয় করা হবে। সে লক্ষ্যেই শহীদ আফ্রিদি তার ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজকে ২০ হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেন। যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লক্ষ টাকা।

টুইটারে এ প্রসঙ্গে টুইট করে তিনি লিখেন, ‘ক্রিকেট রিলিফ কজ-এ অবদান রাখার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ। এটা আসলে আমার জন্য বিরাট সম্মানের ছিল এবং এই স্মৃতি আমি অনেক দিন মনে রাখব। আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে হারিকেন দুর্গত ক্যারিবিয়ানের জন্য ২০ হাজার ডলার অনুদান হিসেবে দিচ্ছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে