ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

মঞ্চে জ্যাকলিনকে টেনে আনলেন সালমান, তারপর.(ভিডিও)

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০১ ১৪:১০:৩০
মঞ্চে জ্যাকলিনকে টেনে আনলেন সালমান, তারপর.(ভিডিও)

ভিডিওটিতে দেখা যায়, ছোট্ট ৭ বছরের এক প্রতিযোগীকে সালমান বলছেন যে , ওই প্রতিযোগীর সঙ্গে আলিঙ্গন করতে চান জ্যাকলিন! সালমানের এই মজার কথায় পাল্টা মশকরা করে ছোট্ট প্রতিযোগীও। সে সাফ জানিয়ে দেয় আলিঙ্গনে সে রাজি নয়! আর এই উত্তর শুনে জ্যাকলিনকে মঞ্চে নিয়ে এসে সালমানের সঙ্গে আলিঙ্গন করতে বাধ্য করেন তিনি। ছোট্ট ছেলেটির সঙ্গে সেই সময়ে মজাও করতে থাকেন সালমান। এদিকে, বিচারকের আসনে তখন হেসে গড়িয়ে পড়ছেন অনিল, মাধুরী দীক্ষিতরা।

ভিডিওটি ইন্টারনেটে আসার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। এদিকে, জ্যাকলিন নিজেই পোস্ট করেন এই মিষ্টি ভিডিওটি। আর ভাইরাল হয়ে ওঠে ভিডিওয় অনেকে এই ঘটনা নিয়ে যেমন মজাদার কমেন্ট করেন, তেমন অনেকেই ঘটনারসঙ্গে পাপন-কাণ্ডের মিল খুঁজে পান। অনেকেই সমালোচনা করেন সলমনের। তবে ভালো-মন্দো আবেগের মিশেলে এই ভিডিওটি আপাতত ভাইরাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে