ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জেনে নিন ধুমপানের দিক থেকে বাংলাদেশের নারীরা কত তম স্থানে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০১ ১২:০৫:৪৯
জেনে নিন ধুমপানের দিক থেকে বাংলাদেশের নারীরা কত তম স্থানে

বাংলাদেশ সেই তালিকায় ২৪তম স্থানে রয়েছে৷ অর্থাৎ বিশ্বে যে কয়েকটি দেশ সবথেকে বেশি ধূমপান করে, সেই তালিকায় ২৪তম। তবে নারী ধূমপায়ীরদের দিক থেকে ৬তম স্থানে বাংলাদেশ। প্রতিবেদনে আর উল্লেখ করা হয় বাংলাদেশের গড়ে ২৪ শতাংশ মানুষ ধুম্পান করে।

পরিসংখ্যান বলছে, দ্বীপ রাষ্ট্র কিরিবাতিতে সবচেয়ে বেশি মানুষ ধূমপান করে। দেশটিতে পুরুষদের তিনভাগের দুভাগ এবং মহিবাদের এক-তৃতীয়াংশের বেশি ধূমপান করে। আর দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের পাশের দেশ ভারত। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ধূমপায়ীর দেশ হচ্ছে গ্রিস। দেশটির মোট পুরুষ জনসংখ্যার অর্ধেক ধূমপান করে। মহিলাদের মধ্যে ধূমপান করে প্রায় ৩৫ শতাংশ।

পূর্ব তিমুর পৃথিবীর ধূমপায়ী দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে ৮০ শতাংশ ধূমপান করে। পৃথিবীর যেসব দেশে পুরুষরা সবচেয়ে বেশি ধূমপান করে, পূর্ব তিমুর তাদের মধ্যে সবচেয়ে উপরে। তবে এখানে মহিলাদের মধ্যে মাত্র ছয় শতাংশ ধূমপান করে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের যে কয়েকটি দেশে ধূমপান কমেছে তার মধ্যে সবার উপরে রয়েছে ফ্রান্স । ২০১৬-১৭ সালে দেখা গেছে দেশটিতে ধূমপায়ীর সংখ্যা আগের তুলনায় ১০ লাখ কমেছে। যেসব দেশে ধূমপায়ীর হার সবচেয়ে কম সেগুলো হচ্ছে – ঘানা, ইথিওপিয়া, নাইজেরিয়া, ইরিত্রিয়া এবং পানামা। বিশ্বজুড়ে গড়ে ২২ শতাংশ মানুষ ধূমপান করলেও আফ্রিকায় প্রায় ১৪ শতাংশ মানুষ ধূমপান করে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে