ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

এক টাকা দিলেই সানির সঙ্গে লাঞ্চ ফ্রি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০১ ১১:৫৪:১৭
এক টাকা দিলেই সানির সঙ্গে লাঞ্চ ফ্রি

জানা গেছে, ভক্তের সঙ্গে পাক্কা ২ ঘন্টা নাকি সময় কাটাবেন সানি৷ তবে তার জন্য পকেট একটু হালকা করতে হবে৷ আর তার জন্য করা হবে নিলামের আয়োজন৷ লাঞ্চ নিলাম! হ্যাঁ এই নিলামে যে যত বেশি দর হাঁকাতে পারবে সেই এই সুযোগ পেয়ে যাবে৷ সানির সঙ্গে লাঞ্চে ২ ঘন্টা সময় কাটানোর সুযোগ৷

তবে এই ধরনের অফার কেন দিচ্ছেন সানি জানেন কি? আসলে তিনি চ্যারিটির কাজের সঙ্গে যুক্ত৷ আর তাই এই অভিনব আয়োজন৷ টার্গেট প্রায় ১.৬৮ লক্ষ টাকা৷ নিলামে যে জিতবে সানির সঙ্গে লাঞ্চ একেবারে বিনামূল্যে খেতে পারবে সে৷ তবে একটু আধটু ওয়াইন খেতে ইচ্ছে হলে ফের হালকা করতে পকেট৷

এই সুযোগ যদি আপনি পেয়ে যান তাহলে সানির সঙ্গে একটি ছবি তুলতে পারবেন এবং সেই সঙ্গে নিতে পারবেন তাঁর অটোগ্রাফও৷ তবে এত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হলে ১৮ বছরের বেশি বয়স হতেই হবে৷

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে