ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সার্জারি করে নীরু হলেন রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০১ ১০:৫৬:৫০
সার্জারি করে নীরু হলেন রাখি সাওয়ান্ত

এবেলা জানায়, সম্প্রতি জি টিভির চ্যাট শো ‘জাজবাতসঙ্গিন সে নমকিন তক’তে এসেছিলেন রাখি। ওই শো’র সঞ্চালক ছিলেন জনপ্রিয় অভিনেতা রাজীব খান্ডেলওয়াল।

রাজীব রাখিকে আসল নাম ‘নীতু’ ধরে সম্বোধন করায় আবেগে ভেসে যান রাখি। তিনি জানান, তার পরিবার কখনই চায়নি তিনি এই ইন্ড্রাস্ট্রিতে পা রাখুন।

ছোটবেলায় তাকে নাচতে দেখলে বাড়ির লোকের মার খেতে হতো, সেকথাও জানান।

এরপর মুম্বাইতে গেলে প্রযোজকদের সামনে নাচ দেখানোর প্রসঙ্গে রাখি বলেন, ‘আমার মনে হয়েছিল ওই সব অযোগ্য লোকগুলোর সামনে নাচার থেকে ডান্স বারে নাচা ঢের ভালো।’

একের পর এক প্রত্যাখ্যান যে তাকে সহ্য করতে হয়েছিল সেকথা জানান রাখি। তিনি বলেন, নিজের লুক ও অ্যাপিয়ারেন্স বদলাতে তিনি এরপর সার্জারি করান। আর সেই সার্জারিই তাকে আমূল বদলে দেয় বলে জানান রাখি।

তার কথায়, ‘আমি অস্ত্রোপচার করাতে যাওয়ার সময়েও ছিলাম নীরু ভেদা কিন্তু বেরিয়ে এলাম নিজেরই এক নতুন ও উন্নত সংস্করণ হয়ে— রাখি সাওয়ান্ত।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে