ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নসু ভিলেনের সংসার যেমন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩১ ১৭:৩৮:০৪
নসু ভিলেনের সংসার যেমন

তিন ভাই-ই কম বেশী অলস কর্ম বিমুখ। বড় ভাই সমশের কানে কম শোনে, তাই তার কানে মেশিন লাগানো। কিন্তু ঠসা বললে ক্ষেপে যায়। মেজ ভাই চোখে কম দেখে। পাওয়ার ফুল চশমা পরে সবসময়। তাকে অবশ্য ‘জামশেদ কানা’ বললে রাগ করে না।

নসু শখের যাত্রা দলে ভিলেনের অভিনয় করে, তাই এলাকায় তার পরিচিতি নসু ভিলেন নামে। তাদের নিয়েই ঈদের নাটক ‘নসু ভিলেনের সংসার’।

এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ১০ পর্বে প্রচার হবে নাটকটি। এটি ২০১৭ সালের ঈদুল ফিতরে প্রচারিত ‘নসু ভিলেন’ নাটকের সিক্যুয়াল।

নাটকটি ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত রাত সাড়ে ৯টায় প্রচার হবে। বৃন্দাবন দাসের রচনায় ‘নসু ভিলেনের সংসার’ পরিচালনা করেছেন সাগর জাহান।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, আরফান আহমেদ, নাদিয়া নদী, তানজিকা আমিন, শাহানাজ খুশি প্রমুখ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে