ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে কি গোপন কাজ কিম কার্দাশিয়ানের!

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩১ ১৭:২৪:৩১
ট্রাম্পের সঙ্গে কি গোপন কাজ কিম কার্দাশিয়ানের!

৩০ মে, বুধবার বিকেলের দিকে ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যান কিম কার্দাশিয়ান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন জানিয়েছে, যে নারীর জন্য সুপারিশ করতে গিয়েছিলেন কিম, তার নাম অ্যালিস মেরি জনসন। মাদকসংক্রান্ত অপরাধে প্রায় ৪০ বছর ধরে জেলে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জনসনকে নিয়ে একটি ছোট ভিডিও প্রকাশ হয়। তা দেখার পর জনসনের মুক্তির জন্য চেষ্টা করতে শুরু করেন কিম কার্দাশিয়ান।

এর আগে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গেও জনসনের মুক্তির ব্যাপারে কথা বলেন কিম কার্দাশিয়ান। বুধবার জনসনের জন্মদিন ছিল। এদিন ট্রাম্পের সঙ্গে দেখা করার পর কিম জানিয়েছেন, তার আশা খুব দ্রুতই জনসন মুক্তি পাবেন। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, তাদের বৈঠকটি চমৎকার ছিল।

জনসনের মেয়েরা জানিয়েছেন, কিম কার্দাশিয়ানের হস্তক্ষেপের পর থেকেই তার মুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। তবে জনসন শেষ পর্যন্ত মুক্তি পাবেন কি না, তা এখন পুরোপুরিই ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে