ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

নতুন রেকর্ড তৈরি করল ‘ভুটু ভাইজান’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩১ ১৭:০৯:২৭
নতুন রেকর্ড তৈরি করল ‘ভুটু ভাইজান’

‘ভুটু ভাইজান’-এ ব্রতকে সলমন খানের স্টেপে নাচতে দেখেছেন। এ বার সোশ্যাল মিডিয়ায় সেই গানই ১০ লক্ষ ভিউ ছাড়িয়ে গেল। অভিনয় তো বটেই, এ ছবির গানও দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে।

‘ভুটু ভাইজান’ গানটি গেয়েছে শ্রেয়াণ ভট্টাচার্য। একটি রিয়ালিটি শো-এর বিজেতা শ্রেয়াণ এই মুহূর্তে ইউটিউবে হিট। অরিন্দমের সুর মন কেড়েছে সকলের। একটি জন্মদিনের পার্টির দৃশ্যে পরিচালকদ্বয় এই গানের যথার্থ ব্যবহার করেছেন বলেও মনে করছেন দর্শকদের একটা বড় অংশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে