ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সলমনের কোলে এই ছোট্ট ছেলেটি কে জানেন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩১ ১৬:০৬:৩০
সলমনের কোলে এই ছোট্ট ছেলেটি কে জানেন

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই বলিউড তারকারা নিজেদের বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন। ছোটবেলার ছবিও নিরন্তর পোস্ট করতে থাকেন অনেক সেলেব। সেলেবদের পোস্ট করা সেই সব ছবিতে লাইক এবং কমেন্টও কিছু কম পড়ে না।

টুইটারে পোস্ট হওয়া এই ছবিটিতে দেখা যাচ্ছে সলমনের কোলে তাঁকে জড়িয়ে ধরে রয়েছে একটি ছোট্ট ছেলে। ছবিটি অনেক পুরনো। দু’জনের মুখেই রয়েছে ঝলমলে হাসি। ছবির ক্যাপশনে ‘ভাইজান’ লিখেছেন, ‘‘এই ছেলেটি আজ কেমন দেখতে জানেন?’’

১৫ জুন মুক্তি পাচ্ছে সলমন অভিনীত ‘রেস থ্রি’। জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা পরিচালিত ছবিটিতে সলমন ছাড়াও দেখা যাবে অনিল কপূর, ববি দেওল, সাকিব সালেম, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহদের। রেস সিরিজের ছবিতে এই প্রথম অভিনয় করতে চলেছেন ‘ভাইজান’। ১২০ কোটি বাজেটের ছবিটি নিয়ে সলমনের উৎসাহও কিছু কম নয়।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। নেটিজেনদের ধারণা, টুইটারের ছবিটি ‘রেস থ্রি’ প্রোমোর কোনও নতুন ট্রিক নয় তো? হয়তো ছবি মুক্তির আগে কোনও নতুন চমক দিতে চাইছেন অভিনেতা। আবার অনেক ভিউয়ারদের মতে, ছবির ছেলেটি সলমনের বড় দিদি অলিভিয়া অগ্নিহোত্রীর ছেলেরও হতে পারে। হয়তো বা ছবিটির সঙ্গে অভিনেতার পারিবারিক যোগ রয়েছে। যাই হোক না কেন, ছবির ছেলেটি সলমনের খুবই কাছের একজন তাতে সন্দেহ নেই।

নানা জল্পনা পর, রহস্যের সমাধান করেছেন অভিনেতা নিজেই। পরবর্তী পোস্টে তিনি লিখেছেন ছবির বাচ্চাটি তাঁর ছেলেবেলার বন্ধু ইকবালের ছেলে। সে দিনের বাচ্চাটি এখন এক সুদর্শন যুবক, নাম জাহিরো।

‘বাচ্চা বড়া হো গ্যায়া’ ক্যাপশন দিয়ে জাহিরোর ছবি টুইটারে পোস্ট করে সলমন লিখেছেন, ‘‘সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা কোরো জাহিরো। যাঁরা তোমাকে ভালবাসে তাঁদের সম্মান দিও। মনে রেখো, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শ্রদ্ধা ও সততা।’’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে