ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

'নোয়াখাইল্লা' বুবলি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩১ ১৬:০২:৩৯
'নোয়াখাইল্লা' বুবলি

আশিকুর রহমানের ‘সুপার হিরো’র শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। অভিযোগ উঠেছে, দেশের বাইরে শুটিংয়ের অনুমতি নেওয়া হয়নি। সে কারণে মুক্তিপ্রতীক্ষিত ছবিটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে ছবির নায়িকা বুবলি আশা করছেন, অনিশ্চয়তা কাটিয়ে এই ঈদেই মুক্তি পাবে ‘সুপার হিরো’। উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ অলরেডি সেন্সর ছাড়পত্র পেয়েছে। দুটি ছবিতেই বুবলির নায়ক শাকিব খান।

দর্শক কোনটা রেখে কোনটা দেখবে? ‘দুটি সিনেমাই দেখবে’—কারণও বলে দিলেন নায়িকা। শুরু করলেন ‘সুপার হিরো’ নিয়ে, ‘ঈদ টার্গেট করেই বানানো এই ছবি। ঈদে যে ধরনের ছবি আমাদের দর্শক দেখতে চায়, তা-ই আছে এখানে। প্রথমবারের মতো অ্যাকশন চরিত্রে দেখা যাবে আমাকে। এমন অনেক দৃশ্য আছে ছবিতে, যেসব হলিউডের বিগ বাজেটের অ্যাকশন সিনেমায় দেখা যায়। ছবির টিজার-ট্রেলার প্রকাশের পর দর্শকের যে সাড়া পেয়েছি, আমরা বুঝে গেছি, এই ছবি মাত করবেই।’

‘সুপার হিরো’ বুবলির কাছে বিশেষ একটি ছবি। কেন? ‘দর্শক আমাকে নতুন রূপে পাবে। আমার সম্পর্কে ধারণাই বদলে যাবে তাদের। প্রতিটা অ্যাকশন দৃশ্যের জন্য খেটেছি। শুটিংয়ে যাওয়ার আগেই ফাইটের প্রশিক্ষণ নিয়েছি। দৌড়ঝাঁপ, মারামারি, সংলাপ-পাল্টা সংলাপ—চ্যালেঞ্জিং একটা সিনেমা। শুটিং-ডাবিং করার পর মনে হলো, একটা ধামাকা কিছু করলাম’—বললেন বুবলি।

এক ছবি নিয়েই এত কথা! ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’র জন্য তো কিছুই বরাদ্দ রাখলেন না? বুবলি হেসে বলেন, ‘একটা একটা করেই তো বলতে হবে। আগের ছবিটার সম্পূর্ণ বিপরীত এটা। হাস্যরসে ভরা। হাসতে হাসতে দম ফাটার অবস্থা হবে দর্শকের, আগেই বলে দিলাম। আঞ্চলিক ভাষায় মজার মজার সংলাপ, ঈদের খুশিতে বাড়তি আনন্দ দেবে এই ছবি। বলিউড কিংবা হলিউডে এ রকম পিওর কমেডি হয়।’

বুবলির পৈতৃক নিবাস নোয়াখালী। বাস্তবে ‘নোয়াখাইল্লা মাইয়া’ হলেও এই ছবির জন্য নতুন করে শিখতে হয়েছে নোয়াখাইল্লা ভাষা। কারণ বুবলির জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। নোয়াখালীর ভাষা বোঝেন, বলতেও পারেন। সমস্যা একটাই, আঞ্চলিক টান এদিক-সেদিক হয়ে যায়। সে কারণেই নতুন করে শিখতে হয়েছে। শুটিংয়ের আগে-পরে বাসায় নোয়াখালীর ভাষায় কথা বলেছেন।

এ পর্যন্ত যতগুলো ছবি করেছেন সবগুলোতেই তাঁর নায়ক শাকিব খান। শাকিব ছাড়া কি ছবি করবেন না? ‘প্রস্তাব যে আসে না, তা নয়। প্রথম কথা হলো, কেউ যদি শাকিব খানের মতো সুপারস্টারের সঙ্গে অভিনয়ের সুযোগ পায়, সে কেন করবে না। শাকিব খানকে ছাড়া ছবি অবশ্যই করব, কিন্তু এত বাজেট, এত আয়োজন কি সেখানে পাব? দেশে-বিদেশে অনেক হিরোইনের সঙ্গেই কাজ করছেন শাকিব। আমাদের নিয়ে দর্শকদের আগ্রহ আছে বলেই কাজ করতে পারছি।’

কেউ যদি বলেন, সুপারস্টার শাকিবের আড়ালে পড়ে আছেন বুবলি? বলেন, ‘আমার এখনো অনেক কিছু প্রমাণ করতে হবে। কালে কালে দেশে অনেক বড় নায়ক এসেছেন, নায়িকাও এসেছেন। মানুষ শুধু নায়কদেরই মনে রাখে তা কিন্তু নয়, নায়িকারাও প্রশংসা পান। নিজেকে প্রমাণ করার সময় কিন্তু এখনো শেষ হয়ে যায়নি।’

একসঙ্গে কাজ করতে গেলে টুকটাক মান-অভিমান হয়। শাকিবের সঙ্গে আপনার তেমন কিছু হয় না? ‘হয় না বললেই চলে। কারণ তিনি সব কিছু সুন্দরভাবে সামলে নিতে পারেন। আমাকে বলারও সুযোগ দেন। এ জন্য আগ বাড়িয়ে কোনো কিছুর প্রতিবাদ করতে হয় না আমাকে’—বললেন বুবলি।

টিভিতে খবর পড়েছেন, বড় পর্দায় অভিনয় করছেন। সম্প্রতি প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। তিব্বত বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রটি এখন প্রচারিত হচ্ছে টিভিতে। নতুন মাধ্যমে কাজের অভিজ্ঞতাও জানালেন, ‘এখানে ৩০-৪০ সেকেন্ডের মধ্যে সব কিছু ফুটিয়ে তুলতে হয়। অনেক কঠিন একটা কাজ। তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে ফলাফলটা তাড়াতাড়ি পাওয়া যায়, দর্শকদের কাছাকাছি থাকা যায় অনেক সময়। বড় পর্দাকে যদি টেস্ট ম্যাচ ধরি, বিজ্ঞাপনটা হলো টি-টোয়েন্টি।’

আরো দুটি ছবি আছে বুবলির হাতে। ‘ক্যাপ্টেন খান’-এর শুটিং করতে চিটাগং যেতে হবে এ সপ্তাহেই। ‘প্রিয়তমা’র প্রি-প্রডাকশনের কাজও চলছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে