ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ইসরায়েলে খেলা নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩১ ১৫:৫৮:২৩
ইসরায়েলে খেলা নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের আগে এই ম্যাচকে ঘিরে প্রতিবাদ জানাচ্ছে ফিলিস্তিন। দেশটির ফুটবলাররা আর্জেন্টিনার কাছে আবেদন জানিয়েছে, ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে তারা যেন এই ম্যাচ খেলতে না যায়। এবার জানা গেল, ম্যাচটি নিয়ে খুশি নন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।

সাম্পাওলির খুশি না হওয়ার পেছনে অবশ্য রাজনৈতিক কোনো কারণ নেই। বিশ্বকাপের আগে এমন একটা সময়ে ম্যাচটি আয়োজন করাতেই তিনি বিরক্ত। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সমালোচনা করে তিনি বলেছেন, 'কার বিপক্ষে খেলব এবং কখন খেলব, সেই সিদ্ধান্তটা আমি নেই না। ক্রীড়াসুলভ দৃষ্টিকোণ থেকে আমি বার্সেলোনায় খেলতেই পছন্দ করতাম। কিন্তু কিছুই করার নেই, ইসরায়েলের বিপক্ষে খেলতে আমাদের ম্যাচের আগের দিন ইসরায়েলে যেতে হবে এবং সেখান থেকে যেতে হবে রাশিয়ায়। এএফএ আমাদের এই সূচিই দিয়েছে।'

এদিকে এই ম্যাচ ঘিরে ইসরায়েলে সাজ সাজ রব পরে গেছে। মাত্র ২০ মিনিটের মধ্যে ম্যাচের ২০,০০০ ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এর আগে গতকাল হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ৪-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। ইসরায়েলের বিপক্ষে ম্যাচটিকে রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে