ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সারাদেশে ২০২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

শিক্ষা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩১ ১৫:৩৮:৩১
সারাদেশে ২০২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

শিক্ষা মন্ত্রনালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রৃহিত হয়। নোটিশে বলা হয় এ বছর থেকে এসব মাদ্রাসায় আর শিক্ষাকার্যক্রম চলবে না। মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদেরকে স্বীকৃত আশেপাশের মাদ্রাসাগুলোতে রেজিস্টেশন করার পরামর্শ দেয়া হয়।

এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম সাইফুল্লাহ বলেন, ‘এসব মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি বন্ধ ছিল। তাদের কার্যক্রম সন্তোষজনক নয়। সরেজমিনে পরিদর্শনে গিয়েও ভয়াবহ চিত্র দেখা গেছে। পরে কারণ দর্শানোর নোটিশ দিলে তাতেও সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি। এসব কারণে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’

মাদ্রাসা বন্ধের তালিকায়, সিরাজগঞ্জের ১০টি, দিনাজপুরের ১৯টি, চাঁদপুরের একটি, চাঁপাই নবাবগঞ্জের দুইটি, নাটোরের ১১টি, চট্টগ্রামের একটি, কুমিল্লার তিনটি, গাইবান্ধার ১২টি, ঠাকুরগাঁওয়ের ২৬টি, যশোরের পাঁচটি, ঝিনাইদহে একটি, জয়পুরহাটে দুইটি, বাগেরহাট জেলার চারটি, বরগুনার পাঁচটি, বরিশালের দুইটি, ভোলার ছয়টি, বগুড়ার চারটি, ব্রাহ্মণবাড়িয়ার একটি, খাগড়াছড়ির একটি, খুলনার চারটি, কিশোরগঞ্জের একটি, কুড়িগ্রামে একটি, কুষ্টিয়ার তিনটি, লালমনিরহাটের পাঁচটি, নোয়াখালীর একটি, পাবনার পাঁচটি, পঞ্চগড়ের সাতটি, পটুয়াখালীর সাতটি, মেহেরপুরের একটি, ময়মনসিংহের চারটি, নওগাঁ জেলার একটি, নড়াইলের একটি, নেত্রকোনার একটি, নীলফামারীর তিনটি, রাজবাড়ির দুইটি, রাজশাহীর ১১টি, রংপুরের নয়টি, সাতক্ষীরার পাঁচটি ও সিলেটের একটি মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে