ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বকাপ জিতলেই আকর্ষণীয় পুরস্কার পাবেন নেইমাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩১ ১৩:৩৫:৫৩
বিশ্বকাপ জিতলেই আকর্ষণীয় পুরস্কার পাবেন নেইমাররা

রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলকে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে ফিফা। টাকার অঙ্কে ৩২০ কোটি ৮৯ লাখের বেশি। খেলোয়াড় প্রতি ১৩ কোটির বেশি। অর্থাৎ ফিফার কাছাকাছি অর্থ পুরস্কার রেখেছে সিবিএফ। রানার্সআপ দলের প্রাইজমানি ধরা হয়েছে ২৮ মিলিয়ন ডলার। আর পুরো টুর্নামেন্টের প্রাইজমানি ৪০০ মিলিয়ন ডলার। ব্রাজিলে অনুষ্ঠিত গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি ছিল যথাক্রমে ৩৫ ও ২৫ মিলয়ন ডলার। আর আসরের মোট অর্থ পুরস্কার ৩৫৮ মিলিয়ন ডলার। রাশিয়ায় বিশ্বকাপ জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

এরই মধ্যে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন তিতে। ব্রাজিলে এক সপ্তাহের প্রস্তুতি শেষে লন্ডনে টটেনহ্যামের অনুশীলন মাঠে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সেলেকাওরা। এই অনুশীলর ক্যাম্প চলবে ৮ই জুন পর্যন্ত। মূল প্রতিযোগিতায় নামার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। ৩রা জুন লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তিতের শিষ্যরা। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে খেলতে পারেন নেইমার। ১০ই জুন নেইমারদের আতিথ্য দেবে স্বাগতিক অস্ট্রিয়া। আগামী ১৭ই জুন সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে ব্রাজিল। ‘ই’ গ্রুপের অপর দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে