ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

জয়ের অনুষ্ঠানে এসে বোমা ফাটালেন চাঁদনী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩১ ১২:৩৯:৩৬
জয়ের অনুষ্ঠানে এসে বোমা ফাটালেন চাঁদনী

এই ব্যাপারে চাঁদনী বলেন ,’ বাপ্পার সাথে তার মধ্যে দাম্পত্য কলহ ছিল। বাপ্পা চাঁদনীর দাম্পত্য জীবনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেত। চাঁদনী নাকি নেশাখর, তার বাচ্চা হয় না, এসব কথা বলে বেড়াতো আশেপাশের লোকজন। চাঁদনীর প্রশ্ন হচ্ছে, এগুলো কে ছড়াত? এ জন্য অবশ্য চাঁদনী খুব জোরালোভাবে বাপ্পাকে দায়ী করেননি। শুধু বলেছেন, ‘স্বামী স্ত্রীর কথা যদি অন্য কেউ জানে, তাহলে তেমন স্বামী চাই না।’

বাপ্পা ও তানিয়ার বিয়ের প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘দুজন দুঃখী মানুষ এক সাথে হলো। আমি বলি ওরা সুখে থাক।’

চাঁদনী আরও বলেন, ‘বাপ্পা আমাকে কখনোই অভিনয় করতে নিষেধ করেনি। কিন্তু আমি ক্যারিয়ারে কী মন দেব, আমার তো সংসারই ঠিক মতো হচ্ছিল না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে