ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

হারানো ধন ফিরে পেয়েছেন সাব্বির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩১ ১১:১৭:৫৭
হারানো ধন ফিরে পেয়েছেন সাব্বির

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান সাব্বির নিজেই। এ প্রসঙ্গে তিনি জানান, ‘দীর্ঘ ভ্রমণ এবং বিরতির পর আমার আত্মবিশ্বাস আর মনোবল দুইটিই বেড়েছে। সবাই দোআ করবেন। আর মুহুর্তেই কমেন্ট বক্সে নানা মন্তব্য আসতে থাকে।

মামুন খন্দখার লিখেছেন, ‘নিজের জন্য খেলো না ভাই, আমাদের জন্য খেলো। ১৮ কোটি মানুষ আমরা তোমাদের মুখে থাকিয়ে আছি। যে দিন খেলা থাকে সেই দিন কাজে যাই দেরিতে। যদি জিত, তাহলে কাজে যাই না, কাজ বাতিল।’ শরীফুল হাসান লিখেছেন, ‘ভাই জানি না আমার কমেন্ট পরবেন কি না, কিন্তু আমি একজন বাংলাদেশী ক্রিকেট ভক্ত হিসেবে বলবো আপনারা টি-টুয়েন্টিটা, টি-টুয়েন্টির মতো করে খেলবেন, আশাকরি।’

পাপ্পু রয় লিখেছেন, ‘মামা রশিদরে পর পর তিনবলে তিনটা ছয় মারতে পারবিনা?’ সাইফ মুনতাসির রসিকতা করে লিখেছেন,‘ ইজ্জতটা রাখিস দোস্ত! আফগানস্থানদের কাছে হারিস না আবার।’ ইব্রাহিম খলিল লিখেছেন, ‘আগে ভালো লাগতো, এখন তিতার চেয়েও খারাপ লাগে।’ সিফাত লিখেছেন, ‘কলিজা ভাইয়া। আপনাকে অনেক ভালোবাসি।’এমডি জয় চৌধুরী লিখেছেন, ‘রাশিদ এবং মুজিবকে একের পর এক ছয় মেরে শিক্ষা দিতে হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে