ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন আইন জারি করলো সৌদি সরকার অমান্য করলে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ হাজার ডলার জরিমানা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ২৩:৪৬:০০
নতুন আইন জারি করলো সৌদি সরকার অমান্য করলে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ হাজার ডলার জরিমানা

কয়েক সপ্তাহ পরই নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সৌদি আরব। সৌদি আরবের আধুনিকায়ন ও অর্থনীতিতে তেল রফতানি নির্ভরতা কমানোর জন্যও কাজ করছেন সৌদি যুবরাজ। যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়নে সোমবার সৌদি আরবের সুরা কাউন্সিলের উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয়। এতে যৌন হয়রানির জন্য পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও ৮০ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়। পরে মঙ্গলবার তা অনুমোদন করে মন্ত্রিসভা।

সুরা কাউন্সিলের সদস্য লতিফা আল সালানকে উদ্ধৃত করে দেশটির তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, খসড়া বিলটি সৌদি আরবের আইনের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি আরও বলেন, এটার মাধ্যমে একটি বড় আইনি শূন্যতা পূরণ হলো। যৌন হয়রানি রোধে এটা একটা বড় উদ্যোগ।

গত বছর নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি আরব যা আগামী ২৪ জুন থেকে কার্যকর হবে। এই উদ্যোগ দেশটির প্রগতিশীলতার লক্ষণ প্রকাশ করছে। তবে সম্প্রতি ১১ জন মানবাধিকার কর্মীকে গ্রেফতারের ঘটনায় সৌদি যুবরাজের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দীর্ঘদিন ধরে নারীদের অধিকার আদায়ের আন্দোলন করে যাওয়া সুপরিচিত কর্মীরাও রয়েছেন। তারা দীর্ঘ দিন ধরে নারীদের গাড়ি চালানোর অধিকার ও রক্ষণশীল দেশটির পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে আসছেন।

সৌদি সরকারের অভিযোগ, বিদেশি শক্তির সঙ্গে সন্দেহমূলক যোগাযোগ চালানো জন্য এসব আন্দোলনকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শত্রুদের আর্থিক সহায়তা দেওয়া ও দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ আনা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে