ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

‘এক মুস্তাফিজের দিকে বাংলাদেশ তাকিয়ে থাকে না’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ২৩:৩২:৪৪
‘এক মুস্তাফিজের দিকে বাংলাদেশ তাকিয়ে থাকে না’

তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া ছাড়া উপায় ছিল না। তবে মুস্তাফিজের এই আচরণের ভীষণ ক্ষুব্ধ হয়েছে বিসিবি। তাকে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বৈঠকে বসবে বলেও শোনা যাচ্ছে।

এদিকে ভারতের দেরাদুনে গিয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কোচ এবং ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম বললেন, এক মুস্তাফিজের দিকে বাংলাদেশ তাকিয়ে থাকে না। বিকল্প পেসার অবশ্যই আছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান কোচ কোর্টনি ওয়ালশ, সহ–অধিনায়ক মাহমুদ উল্লাহ, সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। দেশি-বিদেশি সাংবাদিকদের প্রধান আগ্রহই ছিল মুস্তাফিজকে নিয়ে।

এক প্রশ্নের জবাবে কোর্টনি ওয়ালশ বললেন, ‘আমরা এখনো শক্তিশালী দল। দুর্ভাগ্য, সে মুস্তাফিজ চোটে পড়েছে। তবে তার জায়গায় যে আসবে, তার বড় একটা সুযোগ। মুস্তাফিজের ওপর বাংলাদেশ দল নির্ভরশীল নয় ইঙ্গিত দিয়ে মুশফিক বললেন, ‘চোটে কারও হাত নেই। এটা খেলার অংশ। কোর্টনি যেটা বলেছে, আমরা এখনো শক্তিশালী দল।

একজনের ওপর আমাদের দল নির্ভর করে না। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে যারা কাজটা করে দিতে পারে। এই বিশ্বাসটা আমাদের আছে। কোর্টনি যেটা বললেন, ওর জায়গায় যে আসবে তার জন্য বিরাট সুযোগ। যেই আসবে ভালো একটা ফল হবে আশা করি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে