ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

তুমি যদি আমাকে মুক্ত দেখে যেতে পারতে, বাবাকে লিখলেন সঞ্জয়

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ২২:২৯:৪৩
তুমি যদি আমাকে মুক্ত দেখে যেতে পারতে, বাবাকে লিখলেন সঞ্জয়

আর এরই মাঝে বাবার সঙ্গে নিজের ছবি শেয়ার করলেন তিনি। আবেগভরা কথাও লিখলেন। তিনি লেখেন, “তুমি যদি আমাকে মুক্ত দেখে যেতে পারতে..ভালোবাসি...মিস করি।

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেছিলেন, একজন সাধারণ শিশুর মতোই বাবা আমাকে বড় করেছেন। আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়েছেন। আমিও আমার সন্তানদের এই একইভাবে বড় করেছি। আমি তাদের মূল্যবোধ শেখানোর চেষ্টা করেছি। বড়দের সম্মান করা শিখেয়েছি। জীবনকে শ্রদ্ধা করা ও তার মূল্য বুঝতে শিখেয়েছি। কারণ, আমার জন্য বাবাকে যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমি চাই না আমার সন্তানরাও এমনই কোনও পরিস্থিতির মধ্যে পড়ুক।

কলঙ্ক, সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রিসহ একাধিক ছবিতে কাজ করছেন সঞ্জয়। আগামী ২৯ জুন মুক্তি পাবে তাঁর বায়োপিক সঞ্জু। রাজকুমার হিরানি পরিচালিত ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। এখন ছবির প্রচারে ব্যস্ত গোটা টিম। সেই টিমের সঙ্গে দেখা যাচ্ছে সঞ্জয় দত্তকেও। আজ ছবির একটি পোস্টারও সামনে এনেছেন রাজকুমার হিরানি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে