ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

মেসির হ্যাটট্রিক স্ত্রী-পুত্রদের উদযাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ২১:২৪:৪৯
মেসির হ্যাটট্রিক স্ত্রী-পুত্রদের উদযাপন

গাব্রিয়েল বাতিস্তুতার (৫৬ গোল) কাছ থেকে জাতীয় দলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা আগেই নিজের মুঠোয় নিয়েছেন মেসি। হাইতির বিপক্ষে হ্যাটট্রিকের পর আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৪ ম্যাচে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪'তে। লাতিন আমেরিকার জাতীয় দলগুলোর হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে শীর্ষে আছেন পেলে।

তার গোল সংখ্যা ৭৭। ৬২ গোল নিয়ে তার ঠিক পেছনেই ছিলেন আরেক ব্রাজিলিয়ান গ্রেট রোনাল্ডো। তবে রোনাল্ডোকে কাটিয়ে দ্বিতীয় স্থানটি এখন মেসির। ৩০ বছর বয়সী মেসির যে পেলেকেও কাটাতে বেগ পেতে হবে না তা ধারণা করে নেয়া যায়।

ম্যাচের ১০, ৫৮ ও ৬৬ মিনিটে তিন গোল করেন মেসি। ৭১ মিনিটে অন্য গোলটি করেন সার্জিও আগুয়েরো। ম্যাচ শেষে মেসি বলেছেন তারা সমর্থকদের ভালোবাসা অনুভব করেছেন। এই সমর্থকদের তালিকায় মেসির পরিবারও ছিল। তারা স্টেডিয়ামের একটি বক্সে বসে মেসিকে উৎসাহ জুগিয়ে গেছেন।

আন্তোনেলা এবং থিয়াগো, মাতেও- তিনজনই পড়েছিলেন আর্জেন্টিনার জার্সি। তাদের জার্সি নাম্বার ছিল মেসির মতই, '১০'। থিয়াগোর জার্সির পেছনে লেখা ছিল 'পাপা' বা 'বাবা'। মেসির এমন অর্জনের দিনে এভাবেই পাশে ছিল তার পরিবার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে