ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নিউ ইয়র্কে টনি ডায়েস পরিবারের ইফতার

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ২১:০৮:৫৯
নিউ ইয়র্কে টনি ডায়েস পরিবারের ইফতার

ইফতার পার্টির ছুতোয় হয়ে যায় একটা গেট টুগেদারও। বাংলাদেশের অনেক তারকাকেই দেখা গিয়েছে ইফতার পার্টিতে যেতে। নিজের বাসায় বা কোনো রেস্তোরাঁয় ইফতার আয়োজনে অংশগ্রহণ করে সে সবের ছবি ফেসবুকে আপ করেছন তারা।

শুধু যে বাংলাদেশেই ইফতার পার্টির আয়োজনে তারকারা অংশগ্রহণ করছে তা কিন্তু নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রবাসের পড়েছে ইফতার পার্টির ধুম। এ যেন নিতান্তই একটি উৎসব। তারই ধারাবাহিকতায় দেখা গেল, ছোটবেলার বন্ধুদের সঙ্গে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন প্রাবাসি বাংলাদেশি অভিনেতা টনি ডায়েস।

গত ২৮ মে সোমবার সবান্ধব ইফতার পার্টির সেই ছবি তিনি আপ করেছেন ফেসবুকে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ছোটবেলার বন্ধুদের সাথে বাসায় একসাথে ইফতার।’

ইফতার পার্টিতে উপস্থিত থাকতে দেখা গেছে প্রিয়া ডায়েসকেও। ছবির ক্যাপশন দেখে বোঝা যায় নিউ ইয়র্কের লং আইল্যান্ডে আয়োজিত হয়েছিল এ ইফতার পার্টির।

টনি ডায়েস ও প্রিয়া ডায়েস বাংলাদেশের টিভি নাটকের এক সময়ের পরিচিত মুখ। এই দম্পতি বর্তমানে দেশ ছেড়ে রয়েছেন আমেরিকাতে। ডায়েস দম্পতি ভালোবেসে বিয়ে করেছিলেন ২০০১ সালের ১৪ই ফেব্রুয়ারি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে