ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

জেনে নিন সালাহ’র সর্ব শেষ অবস্থা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ২০:৪৫:০৮
জেনে নিন সালাহ’র সর্ব শেষ অবস্থা

তিনি আশাবাদী মিশরের হয়ে বিশ্বকাপে খেলার ব্যাপারে। সালার সঙ্গেই গেছেন মিশর ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট,জাতীয় দলের চিকিৎসক এবং লিভারপুল দলের চিকিৎসকরা।

মিশর ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে লেখা হয়েছে, ‌সালার সঙ্গে টেলিফোনে কথা বলে মনে হয়েছে, ও খুবই ইতিবাচক রয়েছে। দলের টেকনিক্যাল ও প্রশাসনিক স্টাফদের জানিয়েছে, শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে চায়। উল্লেখ্য, মিশরের প্রথম ম্যাচ ১৫ জুন। উরুগুয়ের বিরুদ্ধে।

এদিকে সালার প্রতি মিশরের মানুষের প্রেম কত গভীর, তার প্রমাণ পাওয়া গেল সে দেশের এক আইনজীবীর আচরণে।কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে র‌্যামোসের জন্যই কাঁধে চোট পান সালা। র‌্যামোসের কড়া চ্যালেঞ্জ সামলাতে না পারে মাটিতে খুব জোরে পড়ে যান তিনি। বাঁ কাঁধে তখনই চোট লাগে। র‌্যামোস ইচ্ছে করে সালাকে আহত করেছেন, ফিফার কাছে এই অভিযোগ করার পাশাপাশি মামলা করেছেন ওয়াহাব নামে ওই আইনজীবী।

সেই সঙ্গে ৮৭ কোটি ৩০ লাখ পাউন্ড (‌‌বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি টাকা‌‌ ক্ষতিপূরণ দাবি করেছেন! ওই আইনজীবীর মতে, কিয়েভে সেদিন যা ঘটেছে তাতে সালা শুধু শারীরিকভাবে আহত হয়নি, সেই সঙ্গে মানসিকভাবেও আঘাত পেয়েছেন মিশরের মানুষ।তাই এই বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া উচিত র‌্যামোসের।‌

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে