ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আগামীকাল উইন্ডিজের মুখোমুখি তামিমের বিশ্ব একাদশ;সরাসরি দেখাবে যেসব চ্যানেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ২০:২৯:২৫
আগামীকাল উইন্ডিজের মুখোমুখি তামিমের বিশ্ব একাদশ;সরাসরি দেখাবে যেসব চ্যানেল

আগামীকাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়।ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স,সনি লাইভ,পিটিভি স্পোর্টস এবং রাবিটহোল অ্যাপ।এছাড়াও অনলাইনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে

ম্যাচটিকে এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাও দেওয়া হয়েছে। ম্যাচটিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তামিম ইকবাল। সাকিব আল হাসানেরও থাকার কথা ছিল। কিন্তু বিশ্রামে থাকবেন বলে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদির বিশ্ব একাদশের হয়ে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা উড়িয়ে দিলেন ‘বুমবুম’ খ্যাত আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আফ্রিদি জানিয়েছেন, বিশ্ব একাদশের হয়ে তিনি খেলবেন।

তবে শুধু খেলবে ই না বিশ্ব একাদশের নতুন অধিনায়ক হয়েছেন তিনি। ইনজুরির কারণে বিশ্ব একাদশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ইয়ান মরগান। আর তার পরিবর্তে বিশ্ব একাদশের হয়ে অধিনায়কত্ব করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

বিশ্ব একাদশ : এউইন মরগান, দিনেশ কার্তিক, মিচেল ম্যাকক্লেনাগান, হার্দিক পান্ডিয়া, থিসারা পেরেরা, রশিদ খান, লুক রনকি, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, সন্দীপ লামিচেন, তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজ দল : কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটকিপার), রায়াদ এমরিট, অ্যাশলে নার্স, কেমো পল, স্যামুয়েল বদ্রি ও কেশরিক উইলিয়ামস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে