ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নওয়াজের সাথে কাজ করবেন না তাপসী, কারণ…

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১৭:১৭:২০
নওয়াজের সাথে কাজ করবেন না তাপসী, কারণ…

এই ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে পরিচালক গিয়েছিলেন তাপসী পান্নুর কাছে। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন তাপসী।

‘পিংক’ তারকা তাপসী পান্নু নওয়াজের সাথে জুটি বাঁধবেন না বলে জানিয়েছেন।

একটি সূত্র জানাচ্ছে, তাপসী আর হানি হত্যা রহস্য-ভিত্তিক এই ছবিটা নিয়ে কথা বলেছেন। ছবির কাহিনি তাপসীর পছন্দ হয়নি। আর সর্বোপরি অভিনেতা নওয়াজের সাথে তিনি জুটি বাঁধতে আগ্রহী নন। তাই প্রজেক্টটি চেড়ে দেন তিনি।

এর আগে, লেডি গ্যাংস্টার স্বপ্না দিদিকে নিয়ে একটি থ্রিলার বানাতে চেয়েছিলেন পরিচালক হানি থেহান। কাস্ট ছিলেন ইরফান খান আর দীপিকা পাডুকোন। প্রযোজক ছিলেন বিশাল ভরদ্বাজ। তবে, প্রজেক্টটি হানির হাত দিয়ে আলোর মুখ দেখেনি।

উল্লেখ্য, তাপসী এখন ব্যস্ত অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’ ছবির শুটিং নিয়ে। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল।

তাঁর আগামী দুটি ছবি হলো ‘সুরমা’ ও ‘মুলক’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে