ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

তারকা ফুটবলারদের ব্রান্ডপ্রীতি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১৬:৩২:২৪
তারকা ফুটবলারদের ব্রান্ডপ্রীতি

লিওনেস মেসিঃলিওনেস মেসি সেই ২০১৬ থেকে হুয়াই মুঠোফনের বৈশ্বয়িক দূত।তাছাড়া মেসি অ্যাডিডাস ও গ্যাটোরেড ব্রান্ডের বিভিন্ন পনয় ব্যবহার করছেন।এছাড়া মেসিকে জিলেট ও ইএ স্পোর্টের বিভিন্ন পণ্যের বিজ্ঞাওপেন দেখা গিয়েছে।

নেইমারঃহাতঘড়ি থেকে হেডফোন সব কিছু ইনেইমার ব্রান্ডের ব্যবহার করেন। তবে নেইমারকে বিটস ইলেট্রনিকসের বিভিন্ন পণ্য ব্যবহার করে থাকেন।জিলেট,প্যানাসনিক, রেড বুল আর নাইকির বিভিন পণ্য ব্যবহার করতে দেখা যায়।

সুয়ারেজঃসুরারেজের কামড়ই বড় ব্রান্ড। চীনা ব্রান্ড ট্রন্সমার্টের দূত হিসাবে সুয়ারেজকে ঘোষনা করেন।গ্যাটোরেডের বিভিন্ন পণ্য ও হল্যান্ডের মাইব্র্যান্ড একটি পোশাকে সুয়ারেজকে দেখা যায়।

রোনালদোঃরোনালদো নিজেই একটা ব্রান্ড। রোনালসদোর সি আর সেভেন নামে নিজের ব্রান্ড আছে। রোনালদো ২০১৭ সালে ফোর্বস সাময়িকীর বেশি অর্থ উপার্জন কারী খেলোয়ার।রোনালদ রে-ব্যান এর সাংলাস ও নাইকির জুতা পরতে দেখা যায়।

মোহাম্মদ সালাহঃদেশ মিশর হলেও মোহাম্মদ সালাহ ফুটবল বিশ্বেও বড় তারকা। মিশরে উবারের ব্রান্ড অ্যাম্বাসেডর তার নাম ঘোষনা করে।তাছাড়া ২০১৬ সালে পেপসির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসাবে তাকে দেখা যায়।

গ্রিজম্যানঃগ্রিজম্যান ঘড়ি বেশ প্রিয় তার। ২০১৭ সাল থেকে এইচওয়াইটি ঘড়ি ব্র্যান্ডের দূত গ্রিজম্যান। তাছাড়া পুমা ব্যান্ডের জুতা ও ২০১৬ সালে জিলেটের সাথে চুক্তি করেছিলেন গ্রিজম্যান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে