ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

এবারই কি শেষ আইপিএল গেইলের?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১৬:১৪:২৭
এবারই কি শেষ আইপিএল গেইলের?

প্রশ্ন হল,তারকা ব্যাটসম্যানের বয়স এখন চল্লিশ ছুঁইছুঁই। তিনি কী আগামী সংস্করণে আইপিএল-এ খেলবেন। ক্রিস গেইল সাফ জানিয়ে দিয়েছেন, গ্ল্যামারের ছোঁয়ার জন্যই আইপিএল-এর প্রয়োজন তাঁকে। গেইল সংবাদমাধ্যমে জানিয়েছেন, মজা করছি না। আমি সিরিয়াস। সবাই জানে, আইপিএল-এ তারকার প্রয়োজন। আইপিএল-এর জন্য অনেক কিছু করেছি।

এরপরে কিং গেইলের আরও বক্তব্য, আমি দুটো সেঞ্চুরি করেছি। একবার ট্রফিও জিতেছি। এখনও সক্রিয়ভাবে ক্রিকেট খেলছি। ভারতে খেলা চালিয়ে যেতে চাই। এখানে খেলার জন্য অনেক প্যাশন রয়েছে। এখনও অনেক খেলা বাকি রয়েছে।

গেইল আরও জানলেন, আইপিএল হল বিশ্বের সেরা ঘরোয়া টুর্নামেন্ট। গেইলের জন্যই টুর্নামেন্টের প্রথম পর্যায়ে কিংস ইলেভেন দারুণ পারফরম্যান্স করছিল। তবে শেষদিকে খেই হারিয়ে ফেলে প্রীতির দল।

গেইলের দাবি, কোনও সন্দেহ নেই আরও একবার আইপিএল-এর অংশ হতে পেরে ভাল লাগছে।বিশ্বের সেরা টুর্নামেন্ট এটাই। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে এবার খেললাম। দারুণভাবে আমাদের স্বাগত জানানো হয়েছিল। আমাদের শুরুটা দুর্দান্ত হয়েছিল। তবে শেষের দিকে মোমেন্টাম হারিয়ে গিয়েছিল। হয়তো পরের সংস্করণে আরও ভাল খেলব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে