ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

হাসপাতাল ছেড়ে গ্যালারিতে ইরফান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১৩:৩০:২৫
হাসপাতাল ছেড়ে গ্যালারিতে ইরফান

লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা গেল ইরফানকে। পাক নিউজ চ্যানেলের এক সঞ্চালকের তোলা ছবিতে মাঠে বসে ইংল্যান্ড-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে দেখা গেছে তাকে। সেই ছবি টুইট করেছেন জইনব আব্বাস নামের ওই সঞ্চালক।

যদিও এই ছবিটি সত্যিই ইরফানের কি না সে বিষয়ে ইরফান খানের পরিবার বা তার ঘনিষ্ঠ কারোর পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়নি। তবে ছবিটি যদি সত্যিই ইরফানের হয়, তাহলে এটা তার ভক্তদের কাছে খুশির খবর। কারণ ছবিতে তাকে কিছুটা হলেও সুস্থ দেখা যাচ্ছে।

দুই মাস আগে ইরফান খান জানান, তিনি বিরল রোগে ভুগছেন। নিউরো এন্ডোক্রাইন টিউমার হয়েছে তার। এই চিকিৎসার জন্যই এই মুহূর্তে লন্ডনে আছেন তিনি ও তার স্ত্রী সুতপা শিকদার। সিনেমার প্রচারণায় দেশে ফেরার কথা থাকলেও তিনি ফিরবেন কি না—সেটি এখনো নিশ্চিত করে জানাননি ইরফান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে