ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের মধুচন্দ্রিমা ‘কানাডা’য়

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১৩:২৯:১৪
প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের মধুচন্দ্রিমা ‘কানাডা’য়

দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়, ব্রিটিশ রাজ পরিবারের ডিউক অব সাকসেস ও ডাচেস অব সাকসেস কানাডাতে হানিমুন করবেন বলে পরিকল্পনা করেছেন। খুব শিগগিরই ইংল্যান্ড থেকে হানিমুনের উদ্দেশ্যে কানাডার অ্যালবার্টায় অবস্থিত ‘ফেয়ার মন্ট জ্যাসপার পার্ক লজ’ নামের হোটেলে যাবেন তারা।

এর আগেই কটাক্ষ করে অনেকেই ওই পার্ককে বিশ্বের সবচেয়ে একঘেঁয়ে স্থান হিসেবে আখ্যায়িত করেছেন।

কানাডায় অবস্থিত পার্কটি তৈরি করা হয়েছে ৭০০ একর জায়গাজুড়ে। এর প্রতিটি কটেজে রয়েছে ছয়টি বিলাসবহুল শয়নকক্ষ, বেলকোনি, ঘরের ভেতর দামি পাথরে ঘেরা আগুন জ্বালানোর ব্যবস্থা, খাবারকক্ষ ও বিশেষ কক্ষ।

ফেয়ার মন্ট জ্যাসপার পার্ক লজটি দেখতে ক্লিক করুন নিচের ভিডিওতে।

কানাডার এই পার্কে এর আগে ১৯৩৯ সালে গিয়েছিলেন যুক্তরাজ্যের রাজা ষষ্ঠ জর্জ। ২০০৫ সালে সেখানে গিয়েছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় রানী এলিজাবেথ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে