ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পবিত্র রমজানে স্বল্প পোশাকে বিতর্কিত হিনা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১৩:২৭:২৫
পবিত্র রমজানে স্বল্প পোশাকে বিতর্কিত হিনা

চলছে পবিত্র রমজান মাস। এরই মধ্যে কালো রঙের আবেদনময়ী স্লিমারি পোশাকে নাচের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মুসলিম ধর্মের হিনা খান। আর তাতেই ট্রোলের শিকার হলেন তিনি। রমজানের সময় স্বল্প পোশাক পরার কারণে সমালোচনার শিকার হতে হলো এই টেলি অভিনেত্রীকে।

একটি নাচের অনুষ্ঠানে স্পেশ্যাল গেস্ট হিসেবে আমন্ত্রিত ছিলেন এই সুন্দরী। সেখানে তার একটা পারফরম্যান্সও করার কথা। অনুষ্ঠানে যাওয়ার আগে, কস্টিউম পরে সোশ্যাল মিডিয়া বেশ কিছু ছবি এবং একটি নাচের পোজে ভিডিও পোস্ট করেন তিনি। আর এতেই মন্তব্যের ঘরে ঝড় বইতে শুরু করে।

অনেকে প্রশ্ন তুলেছেন, ‘তিনি ইসলাম ধর্মাবলম্বী হয়ে এমনটা কীভাবে করতে পারেন?’

কেউ আবার পবিত্র রমজান মাসকে সম্মান প্রদর্শনের পরামর্শও দিয়েছেন হিনাকে।

কেউ আবার লিখেছেন, ‘এই পাপের জন্য জাহান্নামের আগুনও হিনার ভাগ্যে জুটবে না।’

যদিও কিছু মানুষ নায়িকার পাশে দাঁড়িয়েছেন। একজন মন্তব্য করেন, ‘রমজানের দিন নিজের কাজ না করে নিশ্চয় হিনা ঘরে বসে থাকবেন না। তবে কোনো ধর্মই পেশার আগে নয়।’ যদিও সবই তিনি নিজের চোখে দেখেছেন এবং কয়েকটি মন্তব্য মুছে দিতে শেষমেশ বাধ্যও হন হিনা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে