ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

মালদ্বীপে একান্তে দিশা-টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১৩:০২:১৪
মালদ্বীপে একান্তে দিশা-টাইগার শ্রফ

কিন্তু, সম্পর্ক নিয়ে যা-ই দাবি করুন না কেন, সুযোগ পেলেই যে দিশা পাটানি এবং টাইগার শ্রফ একে অপরের সঙ্গে একান্তে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েন, এবারও মিলল তার প্রমাণ।

জানা গেছে, দিশা পাটানি এবং টাইগার শ্রফ নাকি এই মুহূর্তে মালদ্বীপে রয়েছে। ‘বাগি টু’-এর সাফল্যের পর থেকে একসঙ্গে ছুটি কাটাতে যেতে পারেননি টাইগার, দিশা। সেই কারণেই এবার নিজেদের ব্যস্ত রুটিনের মধ্যে থেকে বেশ কিছুটা সময় বের করে নিয়েছেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি। আর সময় পাওয়ার পর পরই দু’জনে পাড়ি দেন মালদ্বীপে।

গত বছর শ্রীলঙ্কায় ছুটি কাটাতে যান জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ এবং তাঁর বিশেষ বান্ধবী দিশা। কিন্তু, ক্যামেরার ফাঁক গলে তাঁরা যতই একান্তে সময় কাটানোর জন্য বিদেশে পাড়ি দিন না কেন, তাঁদের মধ্যে কোনও বিশেষ সম্পর্ক নেই বলে বার বার দাবি করেছেন বলিউডের এই সেলেব জুটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে