ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

'সিমবা'য় রণবীরের নতুন লুক প্রকাশিত

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১২:৫৯:৫৩
'সিমবা'য় রণবীরের নতুন লুক প্রকাশিত

আগামী ছবি 'গুল্লি বয়'-এর জন্য ইতিমধ্যে ক্লিন-শেভড হয়েছেন তিনি। এবার 'সিমবা'র জন্য কঠিন জিম সেশন। সব মিলিয়ে ভীষণ ব্যস্ত তিনি।

সম্প্রতি রণবীরের একটি ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। এবং বলা হচ্ছে এটাই 'সিমবা' ছবিতে তাঁর লুক।

'সিমবা' একটি দক্ষিণী ছবির রিমেক। 'টেম্পার' ছবির এই হিন্দি রিমেকে রণবীর একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন। তাঁর বিপরীতে আছের সাইফকন্যা সারা আলী খান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে