ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

“এতো কম টাকায় কেন তারা নাটক বানায়”

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১২:৪৫:৪৭
“এতো কম টাকায় কেন তারা নাটক বানায়”

এই ক্ষত্রে আবুল দোষারপ করেন টিভি চ্যানেল মালিকদের। তার ভাষ্যে, “চ্যানেলগুলো এর জন্য দায়ী। তারা কম পয়সা দিচ্ছে। এ টাকায় কি নাটক হয়? এতগুলো লোক এ পেশায় আসছে, তাদের তো কাজ করে খেতে হবে, তারা করছে। সবাইকেই তো সারভাইব করতে হবে। কোন চ্যানেলেরই কোন দায়বদ্ধতা নেই। কম পয়সার নাটক তৈরি করে চালিয়ে দিচ্ছে।”

তাহলে এতো কম টাকায় নাটক করছেন কেন? সেই প্রশ্নে আবুল বলেন ,’ করছি, কারণ এটা আমার পেশা। আমাদেরও তো খেয়ে পরে বাঁচতে হবে। তারপরও বাছাবাছি করছি। যতটুকু পারা যায়।।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে