ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পেলের পরেই সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১২:২৪:৪৭
পেলের পরেই সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি

গোল করা, এসিস্ট করা এগুলো মেসির ‘নিত্যনৈমিত্তিক ‘ কাজ। এই জাদুকর দলে থাকা মানেই প্রতিপক্ষের হার্টবিট বেড়ে যাওয়া, ভয়ের সঞ্চার হওয়া। যার কাছ থেকে বল ছিনিয়ে নেওয়া যেমন কঠিন, তেমনি কঠিন তাকে গোল করা থেকে বিরত রাখা। ক্লাব ফুটবলের হয়ে কোনো অর্জনই বাকি নেই তার।

এই কিংবদন্তির বর্তমান গোল সংখ্যা হলো ৬৪। যা লাতিন আমেরিকানদের মাঝে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকার প্রথম স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। পেলের গোল সংখ্যা ৭৭। আর পেলেকে টপকাতে তার আর মাত্র ১৪ টি গোল করতে হবে। দুর্দান্ত ফর্মে থাকা মেসি যা এবছরই হয়তো করে ফেলবেন। এই তালিকায় মেসির চেয়ে মাত্র ২ টি গোল কম করে ৬২ টি গোল নিয়ে তৃতীয় অবস্থানে আছেন রোনালদো। এই তালিকায় ৫৫ গোল নিয়ে চতুর্থ রোমেরিও। এদিকে প্রবল আলোচিত নেইমার ও লুইস সুয়ারেজ যথাক্রমে ৫৩ ও ৫০ গোল নিয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন।

মেসির ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে আছেন। মেসির ভাষ্যমতে রাশিয়া বিশ্বকাপের পরও যতদিন সম্ভব তিনি খেলা চালিয়ে যাবেন। পরিসংখ্যান মতে মেসিই লাতিন আমেরিকার সবচেয়ে সক্রিয় গোল স্কোরার। এমন দুর্দান্ত ফর্মে থাকা মেসি এবং তার ভক্তরা চাইবেন, যাতে তিনি শুধুমাত্র লাতিন আমেরিকারই সেরা গোল স্কোরারের তালিকাতেই না বরং বিশ্বফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লেখাবেন। সামনের রাশিয়া বিশ্বকাপে তার জন্য শুভকামনা রইলো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে