ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

হাইতির বিপক্ষে মেসির দুর্দান্ত হ্যাটট্রিক (ভিডিও)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১১:৫৯:১১
হাইতির বিপক্ষে মেসির দুর্দান্ত হ্যাটট্রিক (ভিডিও)

মেসির হ্যাটট্রিকের পাশাপাশি গোলের দেখা পেয়েছেন সার্জিও আগুয়েরোও, এই গোলেও শেষ ছোঁয়াটুকু (অ্যাসিস্ট) ছিল মেসির। মেসি প্রথম গোলটি করেন ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে। আর তার দ্বিতীয় ও তৃতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৫৮ ও ৬৬তম মিনিটে। মেসির বাড়িয়ে দেওয়া ক্রস থেকে ৬৯ মিনিটে হাইতিয়ানদের জালে শেষবার বল জড়ান আগুয়েরো

আজ হাইতির বিপক্ষে আর্জেন্টিনার খেলায় হ্যাট্রিক এবং একটি এসিস্ট করেছেন লিও মেসি।

মেসির খেলা, গোল করা, এসিস্ট এবং হ্যাটট্রিক করা সবই সাধারণ ব্যাপার। আজো হ্যাটট্রিক এবং এসিস্টের মাধ্যমেও নতুন রেকর্ড হয়েছে।

ক্লাব এবং জাতীয় দলের হয়ে এটি মেসির ৪৭ তম হ্যাট্রিক(বার্সেলোনার হয়ে ৪১ টি + আর্জেন্টিনার হয়ে ৬টি)।

মেসির ক্যারিয়ারে প্রথম হ্যাট্রিকটি ছিল আজ থেকে ১১ বছর আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ১৯ বছরের একটা ছেলে রিয়ালের সেরা সেরা খেলোয়াড়দের বোকা বানিয়ে তুলে নেন তার ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক, ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

সেই শুরু আর ফিরে তাকাতে হয়নি।

এক এক করে আজ ৪৭ টি হ্যাট্রিকের মালিক লিওনেল আন্দ্রেস মেসি।

এগিয়ে যাও ক্ষুদে জাদুকর, ফুটবল দুনিয়া আর ও অনেক কিছু দেখতে চায় তোমার কাছ থেকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুণ…

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে