ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মাশরাফির নির্বাচনের সর্বশেষ খবর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ৩০ ১১:০৫:৫৩
মাশরাফির নির্বাচনের সর্বশেষ খবর

কেউ যুক্তি দিচ্ছেন পক্ষে আর কেউবা যুক্তি দিচ্ছেন বিপক্ষে। দিনভর চলতে থাকে এমন সব যুক্তিতর্ক। কিন্তু সন্ধ্যা নামতেই বোল পালটে যায় মন্ত্রীর কথার।

এরপর সন্ধ্যায় একটি দৈনিক পত্রিকাকে বলেছেন, ‘মাশরাফি নির্বাচন করবে কিনা সেটা আমি বলার কে। আমি দলের হয়ে কিছু বলিনি। লোকমুখে অনেকদিন শুনে আসছি ম্যাশ নাকি নির্বাচন করবে তাই আমিও মজা করে বলেছি।’

মোস্তফা কামাল আরও বলেন, ‘২০১৯ সালে আছে বিশ্বকাপ। ম্যাশ আর সাকিব দুজনেরই খেলার কথা রয়েছে সেখানে। তাছাড়া গতকাল মাশরাফিও বলেছে আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চায় সে। খেলার ভেতরে নির্বাচন কী করে সম্ভব।’

তবে মাশরাফির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, এ ব্যাপারে মাশরাফি কারও সঙ্গে কোনও কথা বলছেন না এবং বলতেও চাচ্ছেন না, কারও ফোন ধরছেন না, এমনকি মোবাইল ফোনটিও বন্ধ রেখেছেন। তবে তার এক ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত তিনি নেননি।

উল্লেখ্য, একনেক এর বৈঠক শেষে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন। যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না।

বিসিবির সাবেক সভাপতি ও আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামাল বলেন, মাশরাফি ভালো মানুষ। তিনি তার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে চলেন। আমার দলে খেলে প্রথম বছর আমাকে চ্যাম্পিয়ন করেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে