ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হিন্দু নবজাতককে বাঁচাতে রোজা ভেঙ্গে রক্ত দিলো মুসলিম যুবক

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৯ ১৫:৩৩:০৮
হিন্দু নবজাতককে বাঁচাতে রোজা ভেঙ্গে রক্ত দিলো মুসলিম যুবক

ও’নেগেটিভ রক্তের রক্ত গ্রুপ ছিল শিশুটির কিন্তু পরিবারের কারো রক্ত ও নেগেটিভ নেই। কি আর করা ফেসবুক ওয়ার্টএপ সহ বিভিন্ন গ্রুপে রক্ত চেয়ে পোস্ট করেন তারা।

ফেসবুকের বার্তাটি চোখে পরে বিহারের দ্বারভাঙার বাসিন্দা মোহাম্মদ আশফাকের। তারও রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ। রোজা রেখেও নবজাতকের পরিবারের সাথে যোগাযোগ করেন আশফাক।

রোজ রেখে রক্ত দিলে রক্তদাতা অসুস্থ্য হয়ে যেতে পারেন বলেন ডাক্তার। উপায় না পেয়ে রোজা ভেঙেই রক্ত দেয়ার সিদ্ধান্ত নেন আশফাক।

আশফাকের দেয়া রক্তে কেচেঁ যায নবজাতকটি। রক্ত দিয়ে উচ্ছ্বসিত আশফাক বলেন, ‘এই রোজা পরে অন্য সময় রাখা যাবে’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে