ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

স্পেনের হয়ে খেললে এত দিনে বিশ্বকাপ জিতে যেতাম : মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৯ ১১:১৬:০৮
স্পেনের হয়ে খেললে এত দিনে বিশ্বকাপ জিতে যেতাম : মেসি

ক্লাবের হয়ে যতটাই সফলতা পেয়েছে কিন্তু আর্জেন্টিার জার্সি গায়ে তার সফলতা খুব বেশি নয় । আরও ১৩ বছর আগে স্বদেশের জার্সিতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়। বেইজিং অলিম্পিক থেকে ফুটবলে সোনা জিতে বুয়েন্স আয়ার্সে ফেরা হয় ২০০৮ সালে। কিন্তু গত তিনবার বিশ্বকাপ খেলেও দেশকে বিশ্বকাপ এনে দিতে পারেনি এই ফুটবল রাজপুত্র। তাই রাশিয়া থেকে বিশ্বকাপ আর্জেন্টিনায় নিয়ে ফিরতে মরিয়া মেসি। বলছেন, ক্লাব স্তরে যে ৩২ টি ট্রফি তিনি জিতেছেন তার সবগুলো তিনি দিয়ে দিতে পারেন, ¯্রফে একটা বিশ্বকাপের জন্য।

গত বিশ্বকাপে জার্মানির কাছে পরাজয় মেনে নিয়ে রানার্স আপের ট্রফি নিয়ে ফিরেছিলেন মেসি। বিশ্বকাপ জয়ের এত কাছাকাছি গিয়েও তা জিততে না পারার হতাশা এখনও যায়নি আর্জেন্টিনা অধিনায়কের। সদ্য সমাপ্ত ফুটবল মৌসুমে লা লিগা এবং কোপা দেল রে জিতে মেসি দেখিয়ে দিয়েছেন রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে দুরন্ত ছন্দেই রয়েছেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের কাছে বিশ্বকাপ না জেতার আক্ষেপ প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, ‘জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতা বহু দিনের স্বপ্ন। আর তার জন্য বার্সেলোনার হয়ে যতগুলো খেতাব জিতেছি তার সবগুলো দিয়ে দিতে রাজি আছি। আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ জয় অন্য সব খেতাবের থেকে আলাদা।’ সঙ্গে যোগ করেন, ‘স্পেনের হয়ে খেললে এত দিনে বিশ্বকাপ জিতে যেতাম। বার্সেলোনার বন্ধুরা এ কথা বলে প্রায়ই মজা করে। কিন্তু আমি জানি আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপ জিততে পারার অনুভূতিটাই আলাদা।’

বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবন কতটুকু জানতে চাইলে মেসি বলেন, ‘দলে প্রচুর অভিজ্ঞ ও তরুণ পরিশ্রমী ফুটবলার রয়েছে। তার উপর রয়েছেন হোর্হে সাম্পাওলির মতো কোচ। তারপরও বলব না বিশ্বকাপ জেতার অন্যতম ফেভারিট দেশ আর্জেন্টিনা। কারণ বাস্তব চিত্রটা ভিন্ন।’

এদিকে আর্জেন্টিনার রয়েছে গ্রুপ ‘ডি’ তে। যাকে ফুটবল বিশেষজ্ঞরা ‘গ্রুপ অব ডেথ’ বলে চিহ্নিত করেছেন। এ গ্রুপে রয়েছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবেন মেসিরা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই ম্যাচ রয়েছে ২১ জুন (ক্রোয়েশিয়া) এবং নাইজেরিয়া ২৬ জুন। মেসি নিজেও তার গ্রুপের বাকি দলে শক্তি সম্পর্কে বলেন, ‘ক্রোয়েশিয়ার মাঝমাঠ স্পেনের মতো না হলোও বেশ শক্তিশালী। অন্যদিকে নাইজেরিয়া তো বরাবরা আর্জেন্টিনাকে বিশ্ব মঞ্চে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে