ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কার শিরোপার মর্যাদা বেশি?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৯ ১১:১২:৪৬
কার শিরোপার মর্যাদা বেশি?

চলতি বছরে রিয়াল মাদ্রিদ জিতল ১৩তম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা। জিতেছে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পানিশ সুপার কাপ। বার্সালোনা জিতেছে স্পানিশ লা লিগা ও কোপা ডেল রে। অ্যাতলেটিকো মাদ্রিদ জিতেছে ইউরোপা লিগ।

রিয়াল মাদ্রিদ ঘরোয়া লিগে বার্সালোনার থেকে ১৭ পয়েন্ট পেছনে থেকে শেষ করেছে লিগ। কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছে লেগানসের বিপক্ষেই। তবে ঠিকই তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

ভালভার্দের বার্সালোনা অপরাজিত থেকেই জিতে নিয়েছিল স্পানিশ লা লিগা। যদিও শেষে তারা হেরেছে একটি ম্যাচ। জিতেছে কোপা ডেল রে। তবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই নিয়েছে বিদায়।

অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদ করছে লড়াই দুই দৈত্যের বিপরীতে। ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল দুই ক্লাব রিয়াল ও বার্সালোনার সাথে লড়াই করে লিগে হয়েছেন দ্বিতীয়। তবে তুলে নিয়েছে ইউরোপা লিগের শিরোপা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে