ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্ব একাদশে সর্বশেষ ৮ দেশের ১২ ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৯ ১১:০৮:৩৮
বিশ্ব একাদশে সর্বশেষ ৮ দেশের ১২ ক্রিকেটার

সাকিবের সাথে ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশের মধ্যকার হারিকেন রিলিফ টি-টোয়েন্টি থেকে অসুস্থতার জন্য সরে দাঁড়িয়েছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বৃহস্পতিবার লর্ডসে হতে যাওয়া ম্যাচের জন্য বিশ্ব একাদশ দলে তার জায়গায় ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ শামি।

বিশ্ব একাদশে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। সব মিলিয়ে ৮ দেশের ১২ ক্রিকেটার ডান পেয়েছেন ওয়েন মর্গ্যানের নেতৃত্বাধীন দলটিতে। আদিল রশিদ ডাক পাওয়ায় দলে লেগ স্পিনার চার জন। আগে থেকেই আছেন শহিদ আফ্রিদি, রশিদ খান ও সন্দিপ লামিছানে।

গত বছর হারিকেন আরমা ও মারিয়ায় ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, ডমিনিকার উইন্ডসর পার্কসহ মোট ৫টি স্টেডিয়ামকে সাহায্য করা হবে এই চ্যারিটি ম্যাচ থেকে পাওয়া অর্থে।

বিশ্ব একাদশ দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), তামিম ইকবাল, লুক রনকি, সন্দিপ লামিছানে, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, দিনেশ কার্তিক, মোহাম্মদ শামি, থিসারা পেরেরা, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাগান, আদিল রশিদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে