ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

আলিয়াকে নিয়ে এ কি বললেন রণবীর

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৯ ১১:০২:৪১
আলিয়াকে নিয়ে এ কি বললেন রণবীর

জি নিউজ জানায়, ‘ব্রহ্মাস্ত্র’ শুটিংয়ের সময় থেকেই আলিয়া-রণবীরের প্রেমের খবর শোনা যাচ্ছে। তারপর থেকে একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া, ডিনারে যাওয়া, এমনকি সোনম-আনন্দের বিয়েতেও গিয়েছিলেন তারা।

যদিও তারা দুজনে কিন্তু এ বিষয়ে মুখ না খোলার নীতি নিয়েছিলেন। তবে জল্পনার মাঝে শেষমেশ মুখ খুলেছিলেন আলিয়া।

বলেছিলেন, ‘আমি ঠিক জানি না রণবীর এসব গুজব শুনে ঠিক কী ভাবছে? আসলে আমি এ বিষয়ে ওকে কখনো জিজ্ঞাসা করিনি। রণবীর আমায় পছন্দ করে এমনটা কখনো বলেনি। এ ধরনের কোনো অনুভূতিই নেই আমাদের মধ্যে। ও খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান যে এই সময়টা আমি ওর সঙ্গে আছি।’

আলিয়ার এই বক্তব্যের মধ্যে রণবীরের সঙ্গে তার সম্পর্কের সত্যতা নিয়ে না বা হ্যাঁ ঠিক কিছুই স্পষ্ট হয়নি। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন খোদ রণবীর।

তিনি বললেন, ‘এটা এক্কেবারই নতুন বিষয়। তাই এখনই কিছু বলার নেই।’

রণবীরের এই কথাতে কার্যত আলিয়ার সঙ্গে সম্পর্কের সত্যতা স্বীকার করে নিলেন বলা যায়।

অন্যদিকে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে নীতু সিং, ঋষি কাপুরের সায় যে ছিল না একথা সকলেরই জানা। তবে আলিয়ার ক্ষেত্রে কিন্তু রণবীরের মা-বাবার সায় রয়েছে বলেই শোনা যাচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে