ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আট দেশের ফুটবলারদের গায়ে ‘মেড ইন বাংলাদেশ’, জেনে নিন দেশগুলোর নাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৯ ১০:৫৭:৫৪
আট দেশের ফুটবলারদের গায়ে ‘মেড ইন বাংলাদেশ’, জেনে নিন দেশগুলোর নাম

উল্লেখিত দেশগুলোর স্পন্সর পেয়েছে অ্যাডিডাস। এই দেশগুলোর জ্যাকেট, জার্সি থেকে শুরু করে সবকিছুই তৈরি করবে তারা। তবে অ্যাডিডাস বাংলাদেশ থেকে শুধু জ্যাকেটই তৈরি করেছে। এই জ্যাকেট তৈরি হয়েছে চট্টগ্রামের কেইপিজেডের ইয়াংওয়ানের অধিভুক্ত প্রতিষ্ঠান কর্ণফুলী শু ইন্ডাস্ট্রিজের একটি কারখানায়।

এই চ্যাকেটের কলারের নিচে ট্যাগ লাগানো হয়েছে ‘মেড ইন বাংলাদেশ’। গত বছরের আগষ্ট থেকে এই কাজ শুরু হয়। এরপর ডিসেম্ভর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত এই পোশাকের জাহাজীকরন করা হয়। তবে সবকাজই করা হয় বেশ সতর্ক ও গোপনীয়তার মাধ্যমে।

বাংলাদেশের তৈরি এই জ্যাকেটের কিছু আলাদা বৈশিষ্ট রয়েছে। যেমন, জার্মানীর জন্য তৈরিকৃত জ্যাকেটের বাঁ দিকে রয়েছে চারটি তারকা চিহ্ন যা তাদের চারবারের বিশ্বচ্যাম্পিয়ন বুঝায়। আর্জেন্টিনার জার্সিতে দুটি এবং স্পেনের জার্সিতে দেয়া হয়েছে একটি করে তারকাচিহ্ন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে