ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

ভাই, আপনার বয়স কত-সাকিবের প্রশ্ন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৯ ০০:৩৫:৪২
ভাই, আপনার বয়স কত-সাকিবের প্রশ্ন

আজহারুল নামটা এতোটা পরিচিত নয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। তবে সেই আজহারুল বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন চাকতি খেলায় প্রায় ২১ বছর ধরে।

আজহার নিজেই জানালেন, আর ও পাঁচ বছর খেলা চালিয়ে যেতে চান শুনে সাকিব অবাক হয়ে বলেছেন, ‘আরে ভাই বলেন কি! আপনার বয়স কতো?’

আজহারের অর্জন কিন্তু অনন্যই। সাকিব-মুশফিকরা তো অবাক হবেনই। সেই ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত চাকতি নিক্ষেপে প্রায় প্রতিটি আসরেই টানা সোনা জয় করে যাচ্ছেন আজহারুল। গত ডিসেম্বরে সর্বশেষ জাতীয় অ্যাথলেটিকসে গড়েছেন রেকর্ড। ২০০৬ সালে নিজেরই গড়া রেকর্ড ৪৪.০৬ মিটার ডিঙিয়ে গড়েছেন ৪৪.৩৭ মিটারের মাইলফলক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে