ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

দলের সঙ্গে ভারতে যাচ্ছেন না সাকিব-তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ২২:২২:৪৭
দলের সঙ্গে ভারতে যাচ্ছেন না সাকিব-তামিম

আর আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখেই আগামীকাল মঙ্গলবার সকালে দেরাদুনের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। এ প্রসঙ্গে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘মঙ্গলবার সকাল দশটায় ফ্লাইট জাতীয় দলের। যেহেতু দেরাদুনে সরাসরি ফ্লাইট নেই। তাই জাতীয় দল যাবে ভেঙ্গে ভেঙ্গে, প্রথমে ঢাকা থেকে দিল্লী। এরপর দিল্লী থেকে দেরাদুনে।’

তবে দল আগামীকাল গেলেও দলের অধিনায়ক সাকিব ঢাকা ছাড়বেন দু’দিন পর। আগামী ৩১ মে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব। গতকাল শেষ হওয়া আইপিএল শেষে আজ দুপুরে মুম্বাই থেকে টাকায় ফিরেছেন সাকিব। সাকিবের ব্যাপারে জাতীয় দলের পরিচর্যা ও তত্ত্বাবধায়ক স্ট্যান্ডিং কমিটি, ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার সাব্বির খান বলেন, ‘সাকিব দেশে ফিরে দু’দিন থাকবেন। এরপর ৩১ মে গিয়ে দেরাদুন দলের সঙ্গে যোগ দেবেন।’

অন্যদিকে বর্তমানে ইংল্যান্ডের লন্ডনে রয়েছেন দলের সেরা ওপেনার তামিম ইকবাল। আগামী ৩১মে বিশ্ব একাদশের হয়ে ক্রিকেট তীর্থ লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তামিম। ম্যাচ শেষে লন্ডন থেকে সরাসরি দেরাদুন চলে যাবেন তামিম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে