ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

নেইমারকে কিনতে রোনালদো ও বেলকে বেচবে রিয়াল?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ২২:২১:৩৬
নেইমারকে কিনতে রোনালদো ও বেলকে বেচবে রিয়াল?

রোনালদো অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলকে হারানোর পর দলবদলের প্রশ্নের মুখে পড়েছিলেন। সরাসরি কোনো জবাব দেননি। শুধু বলেছিলেন, 'কয়েকদিনের মধ্যে ফ্যানদের এই জবাব দেবো'। রোনালদোকে নিয়ে তখন থেকেই নতুন করে গুঞ্জন শুরু। আর নেইমারের রিয়ালে আসার গুজব বলুন বা গুঞ্জন তা তো চলছেই বেশ কিছুদিন ধরে। বেলও বেঞ্চে বসে শুরু করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

এদিকে বালাগু ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ''ফ্লোরেন্তিনো পেরেজ (রিয়াল মাদ্রিদ ক্লাব প্রেসিডেন্ট) আসলে ভাবছেন এমন 'বলি কি যদি রোনালদোর জন্য যদি ১৫০ মিলিয়ন ইউরো আর বেলের জন্য ১৫০ মিলিয়ন পাউন্ড ইউরো পাই তাহলে যে ৩০০ মিলিয়ন ইউরো হবে তা নেইমারের জন্য ব্যবহার করতে পারবো।'

বালাগু অবশ্য বলছেন, প্যারিস সেন্ট জার্মেই ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড গড়ে গেল মৌসুমে নেইমারকে কিনেই এখন ছেড়ে দেবে না মোটে। মানবে না। কিন্তু বালাগু এও বলেছেন, 'তিনি (পেরেজ) পিএসজির কথা ভাবলে এটা করতে পারেন না। কিন্তু এটাই এখন তিনি ভাবছেন।'

বালাগু অবশ্য রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর যা বলেছেন তাতে প্রভাবিত নন মোটে। এটা তার চোখে পর্তুগিজ বিশ্বতারকার কৌশল। বালাগুর ভাষায়, এক কথায় সে 'রিয়ালের কাছ থেকে আরো টাকা বের করে নিতে চাচ্ছে।' শেষ পর্যন্ত রোনালদো-বেলের ভাগ্য যদি রিয়ালে আর না থাকে তাহলে তাদের জন্য সম্ভবত সবচেয়ে বেশি আগ্রহ দেখাবে ম্যানচেস্টার ইউনাইটেড। বুকমেকারদের তেমনই ধারণা।

সূত্র : স্টার ইউকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে