ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মেসি তো বিশ্বকাপ জিততে পারতেন আরো আগে!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ২২:১৯:৫৫
মেসি তো বিশ্বকাপ জিততে পারতেন আরো আগে!

কিভাবে তা যাদের বোঝার তারা বুঝে নিয়েছেন। নাগরিকত্ব স্পেনের বলে খেলতেই পারতেন দেশটির হয়ে। আর মেসির মতো অমিত প্রতিভাবান এইটুকুন বয়স থেকে তাকে তো যে কেউ লুফে নিত এটাই স্বাভাবিক। স্পেনও চেয়েছিল বটে। কিন্তু মেসি মাতৃভূমি আর্জেন্টিনার কাছেই নিবেদিত থেকেছেন। বিশ্বকাপ জেতা হলো না বলে এখনো তাকে সর্বকালের সেরাদের একজন মানতে কতোজনের যে আপত্তি!

'আমার এক বন্ধু একবার বলেছিল স্পেনের পক্ষে খেললে আমি তো এখন বিশ্ব চ্যাম্পিয়নই থাকতাম। কিন্তু এটা তো একই ব্যাপার হতো না।' স্পেনের নাগরিকত্ব। জন্ম এবং সবই আর্জেন্টিনা। তাহলে এক হয় কি করে?

মেসি তাই বলেছেন, 'আর্জেন্টিনার সাথে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া একেবারে স্বতন্ত্র ব্যাপার।' স্পেনের হয়ে খেলার সুযোগ এসেছিল যখন সেই সময়কার কথা টেনে মেসি বলছিলেন, 'তখন আমার বয়স ১৬। কিছুটা সিরিয়াস ছিলাম, কিছুটা মজাও লেগেছিল। অনূর্ধ্ব-১৭ দলের কোচ আমাকে এটা বলেছিলেন। এটা ফিনল্যান্ডের ঘটনা। সেস (ফ্যাব্রেগাস) তখন আমার টিমমেট। তখন এসব কথা উঠেছিল। কিন্তু আমার মনে কখনো এ নিয়ে চিন্তা হয়নি, সংশয়েও পড়িনি।'

সূত্র : ইএসপিএন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে