ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গুলশানে খুশবুর দুটি হোটেল সিলগালা

২০১৮ মে ২৮ ২০:২৬:৩৭
গুলশানে খুশবুর দুটি হোটেল সিলগালা

২৮ মে, সোমবার দুপুুর থেকে গুলশান-২-এ চলা এ অভিযানে হোটেলটির মালিক ও ম্যানেজারকে সাজা দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার অালম। এ ছাড়াও খুশবুর দুটি হোটেল সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে ম্যাজিস্ট্রেট মালিক রিয়াজ উদ্দিনকে এক বছর ও ম্যানেজার অাব্দুস সালামকে ছয় মাসের কারাদণ্ড দেন ।

ম্যাজিস্ট্রেট প্রিয়.কমকে বলেন, ‘হোটেলের ভেতরে রান্নাঘরে প্রবেশ করে দেখতে পাই কাচ্চি বিরিয়ানি তৈরিতে রঙের ব্যবহার করা হচ্ছে। বিরিয়ানির রং ফিরিয়ে অানার জন্য তারা এ কাজটি করে দীর্ঘদিন থেকে ক্রেতার সঙ্গে প্রতারণা করে অাসছিল।

শুধু গুলশান শাখার একটি নয়, তাদের দুটি শাখাতেই একই চিত্র পাওয়া গেছে। তারা গার্মেন্টসের কাপড়ের রং মিশিয়ে বিরিয়ানি তৈরি করত। এ কাজে সরাসরি যুক্ত থাকার কারণে মালিক ও ম্যানেজারকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।’

অভিযানের সময় হোটেলের ভেতরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্নতার চিত্রও পাওয়া গেছে বলে জানান ম্যাজিস্ট্রেট।

অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে কস্তুরি রেস্টুরেন্টকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ধানসিঁড়ি রেস্টুরেন্টকে কয়েক দিন অাগে দুই লাখ টাকা জরিমানার পরও সংশোধন না হওয়ায় সতর্ক করে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয় বলেও জানান ম্যাজিস্ট্রেট সারোয়ার অালম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে