ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

চামড়া কারখানা থেকে উঠে এসেই হলেন লর্ডসের ম্যাচসেরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ২০:১৬:২৭
চামড়া কারখানা থেকে উঠে এসেই হলেন লর্ডসের ম্যাচসেরা

দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়া মোহাম্মদ আবাস একাই ধসিয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। মাত্র সাড়ে তিন দিনেই ম্যাচ জিতে যায় পাকিস্তান। আব্বাস হোন ম্যাচসেরা। কিন্তু সেই আব্বাসের জীবনটা কিন্তু মোটেও এতো সহজ ছিলো না।

আব্বাস বলেন ,’ আমার পরিবারে আমিই বড় সন্তান। তাই জীবিকান্বেষণে দেশ ছাড়ার পরিকল্পনাও করেছিলাম একবার। তবে তখন আমার বন্ধুরা আমাকে বুঝাচ্ছিলো যে দেশের অবস্থা বদলাবে, এখানেই থেকে যাই যেনো।’ মূলত বন্ধুদের আশ্বাসেই দেশে থেকে যান আব্বাস। কাজ খুঁজতে থাকেন দেশের ভেতরেই।

আব্বাস আরো বলেন ,’ ‘শুরুতে আমি একটি চামড়া কারখানায় কাজ নেই, সেখানে ৮ মাস ছিলাম। পরে ২ বছর ভূমি অধিদপ্তরের অধীনে কোর্টের জমি রেজিস্ট্রি বিষয়ক কাজ করেছি। আমি কখনোই ক্রিকেট ছাড়ার কথা ভাবিনি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে