ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

উইলিয়ামসনের বোকামির জন্যেই হারতে হয় হায়দ্রাবাদকে!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ২০:১৫:২৩
উইলিয়ামসনের বোকামির জন্যেই হারতে হয় হায়দ্রাবাদকে!

আগের ম্যাচে পাওয়ার প্লেতে বরাবরেই সফল হওয়া সাকিবকে কেন কন্টিনিউ করা হলো না সেটাও নিয়েও উঠছে বেশ প্রশ্ন। বলতে পারেন সাকিব ছক্কা খেয়েছেন। কিন্তু ছক্কা তো ওয়াটসনের হাতে প্রায় সবাই খেয়েছের। পেসার সন্দীপ শর্মা ৪ ওভারে ৫২ রান দিয়েছেন। সন্দীপ যখন বারবার মার খাচ্ছেন তখন কোনো চেঞ্জ আনেননি উইলিয়ামসন। পেসারদের বারবার মার খাওয়ার পরও বিপরীতে সাকিবের মতো অভিজ্ঞ একজন স্পিনারকে আনার কথা কেন ভাবেননি উইলিয়ামসন।

ওয়াটসন এবং রায়নার সেট হওয়ার আগেই রশিদ খানকে বোলিং এনে চাপ সৃষ্টি করতে বরাব্রেই বলে গিয়েছিলেন ধারাভাষ্যকাররা। কিন্তু সেই ঝুটি শেষ পর্যন্ত সেটেই হয়ে যায়। যার মাশুল দিতে হয় হায়দ্রাবাদকে। হয়তো এই ম্যাচে ডেভিড ওয়ার্নারের ক্যাপ্টেন্সি অনেকটাই মিস করেছে হায়দ্রাবাদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে