ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

ইউটিউবের শীর্ষ ১০০ গানের তালিকায় ‘অপরাধী’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১৫:৪৫:৪৬
ইউটিউবের শীর্ষ ১০০ গানের তালিকায় ‘অপরাধী’

আরমান আলিফের গানটি বাংলাদেশের ইউটিউব ইতিহাসে প্রথমবারের মতো গ্লোবাল র‌্যাঙ্কিং-এ স্থান পেয়েছে। গানটি এই মুহূর্তে ইউটিউবের এ তালিকার ১০০টি গানের মধ্যে ৮০তম স্থানে রয়েছে।

২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে অল্প বাজেটের মিউজিক ভিডিও ‘অপরাধী’। সংবাদমাধ্যমেও তেমন একটা খবরের শিরোনাম হয়নি আরমান আলিফের গানটি। কিন্তু ঠিকই শ্রোতারা খুঁজে নিয়েছেন। গানটির ভিউ এখন ৩ কোটি ১২ লাখের বেশি। লাইকের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজারেরও বেশি অন্যদিকে ডিজলাইকের সংখ্যা ২২ হাজার!

জানা গেছে, শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘অপরাধী’।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘অপরাধী’র কথা ও সুর করেছেন আরমান আলিফ। আর সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ। ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী।

গানটির সাফল্য নিয়ে আরমান আলিফ বললেন, ‘শ্রোতা-দর্শকদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। এছাড়া এই মুহূর্তে আসলে আমি আর কিছুই বলতে পারছি না। আমি সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি এখন থেকে গানের প্রতি আমার দায়িত্ববোধ আরো বেড়ে গেলো। আমার প্রতি সবার এই ভালোবাসার সম্মান আমি রাখার চেষ্টা করবো।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে