ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

ভেঙে যাচ্ছে রিয়ালের ‘সুখের হাট’?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১৫:৩৫:১০
ভেঙে যাচ্ছে রিয়ালের ‘সুখের হাট’?

জিনেদিন জিদান কোচের দায়িত্ব নেওয়ার পর গত আড়াই বছরে ৯টি শিরোপা জয়। তার তিনটি-ই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এর মধ্যে শনিবার রাতে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের হ্যাটট্রিক। মানে টানা তিন শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যে কীর্তি আর কোনো দলেরই নেই!

অবিশ্বাস্য এই পরিসংখ্যানই বলবে রিয়াল শিবির সত্যিকার অর্থেই বড় এক ‘সুখের হাট’। কিন্তু সেই সুখের হাটে এখন ভাঙনের করুণ সুর বাজছে। সুরটা বাজিয়ে দিয়েছেন রিয়ালের আক্রমণভাগের প্রধান দুই নেতা ক্রিস্তিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল।

শনিবার কিয়েভের ফাইনাল শেষেই বেসরকারি এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন রোনালদো। ছোট্ট সেই সাক্ষাৎকারেই বোমাটা ফাটান রোনালদো। সরাসরি রিয়াল ছাড়ার ঘোষণা অবশ্য তিনি দেননি। তবে রিয়ালে কাটানো সময়টাকে তিনি আখ্যায়িত করেন ‘অতীতকাল’ হিসেবে। বলেন, ‘রিয়াল মাদ্রিদে থাকাটা সত্যিই দারুণ ছিল। জানি রিয়ালের চেয়ে ভালো জায়গা খুঁজে পাওয়া কঠিন হবে। কারণ রিয়াল বিশ্বের সেরা ক্লাব। এখানে থাকলে সাফল্য নিশ্চিত। কিন্তু জীবনে সাফল্যই সব নয়। আগামী কয়েকদিনের মধ্যেই আমি কথা বলব।’

রোনালদোর এই কথার পরই তোলপাড় শুরু হয়ে যায় স্পেনে। আসলে পুরো ফুটবল দুনিয়াতেই। কেঁপে উঠেছে রিয়ালের কোচ-খেলোয়াড়-কর্তাদের অন্তরাত্মাও! সাংবাদিকেরা রিয়ালের যাকে যেখানে পাচ্ছেন, তার কাছেই রোনালদোর বক্তব্যের রহস্য জানতে চাইছেন। রিয়ালের পক্ষ থেকেও সবাই জোর দিয়ে একটা কথাই বলছেন, ক্রিস্তিয়ানো কোত্থাও যাবে না। থাকবে রিয়ালেই।

রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন। অধিনায়ক সার্জিও রামোস বলেছেন। একবার নয়, কোচ জিদান প্রসঙ্গটি নিয়ে এরই মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিন তিন বার। প্রতিবারই তার এক কথা, রোনালদো রিয়ালেই থাকবেন। সর্বশেষ গতকাল বিকালে তিনি বলেছেন, ‘এইমাত্র আমি ক্রিস্তিয়ানোর বিষয়টা বুঝলাম। তবে আমি সব সময়ই বলে আসছি, সে আমাদের সঙ্গেই থাকবে। তাকে থাকতে হবে। রিয়ালের হয়ে তার যা অর্জন, ভাষায় প্রকাশ করা যাবে না। কাজেই তাকে থাকতেই হবে। আমরা আলোচনা করব। দেখা যাক কি হয়।’

কোচের সঙ্গে সুর মিলিয়ে শনিবারের ফাইনালের গোলদাতা করিম বেনজেমাও বলেছেন, ‘ক্রিস্তিয়ানো কোথায় যাবে? সে আমাদের সঙ্গেই থাকবে। ক্রিস্তিয়ানোকে আমাদের খুব দরকার।’ মানে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে ধরে রাখতে মরিয়া রিয়াল। কিন্তু গ্যারেথ বেলের ক্লাব ছাড়ার ইঙ্গিতের বিষয়ে রিয়াল কিছুই বলছে না। স্পেনের গণমাধ্যমও চুপ!

যার অর্থ একটাই, সত্যিই যদি বেল চলে যেতে চান, রিয়াল তাকে বাধা দেবে না। বরং অন্যত্র তুলে দিতে দুহাতে সহযোগিতা করবে! শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার হ্যাটট্রিক কীর্তি গড়ার পথে বেল করেছেন জোড়া গোল। ফাইনালের নায়ক তিনিই। কিন্তু ম্যাচ শেষে তিনিও রোনালদোর সঙ্গে সুর মিলিয়ে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।

রোনালদোর ক্ষোভের কারণ কি, সেটা তিনি প্রকাশ করেননি। তবে বেল তার ক্ষোভের কারণটা প্রকাশ করেছেন। বেশি বেশি ম্যাচ খেলতে না পারাতেই রিয়াল থেকে তার মনটা উঠে গেছে। চোট আর অফফর্ম মিলিয়ে এ মৌসুমে সব মিলে মাত্র ৩৯টি ম্যাচ খেলেছেন।

এর বেশির ভাগ ম্যাচেই তিনি খেলেছেন বদলি হিসেবে। শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছেন যে কয় ম্যাচে, সেই ম্যাচগুলোতেও পুরো সময় খেলতে পারেননি। কোচের ডাকে উঠে যেতে হয়েছে মাঠ থেকে। শনিবারের ফাইনালেও যেমন নেমেছিলেন বদলি হিসেবে, ম্যাচের ৬২ মিনিটে।

ম্যাচ শেষে তিনি তাই স্পষ্ট করেই বলে দেন, ‘প্রথমত আমি এই মুহূর্তটা উপভোগ করতে চাই। এরপর গ্রীষ্মের বাকি সময়টাতে আমি অবশ্যই আমার এজেন্টের সঙ্গে বসব। ভবিষ্যতের বিষয়ে খোলামেলা কথা বলব। হ্যাঁ, ভবিষ্যতের বিষয়টি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করব আমি। কারণ, আমি যতটা খেলতে চাই, তা খেলতে পারি না। সত্যিই আমি প্রতি সপ্তাহে খেলতে চাই। কাজেই বিষয়টি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করতে হবে।’

মানে স্পষ্ট তিনি ক্লাব ছাড়তে প্রস্তুত। কিন্তু রিয়াল তার এই মন্তব্যের বিষয়ে টু-শব্দটিও করছে না। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বেলের রিয়াল ছাড়ার সম্ভাবনাকেই জোরালো মনে হয়।

তা রিয়াল ছেড়ে ওয়েসল উইঙ্গার যাবেন কোথায়? গণমাধ্যমের খবর, বেল-রোনালদো দুজনকেই কেনার জন্য প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড! রোনালদো রিয়ালের ক্যারিয়ারে অনেকবারই বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড আছে তার হৃদয়ে। একদিন ঠিকই আবার ফিরবেন নিজের সাবেক ক্লাবে। এবার তার প্রকাশেই রিয়াল ছাড়ার ইঙ্গিত পেয়েই কিনা, ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি তাকে ফেরানোর কথা ভাবছে।

কিন্তু প্রশ্ন হলো, ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চাইলেই কি রোনালদো-বেল, দুজনকেই কিনতে পারবে? সম্ভাব্য উত্তরটি হলো, না! প্রথমত রিয়াল এরই মধ্যে বুঝিয়ে দিয়েছে, রোনালদোকে তারা বিক্রি করবে না। দ্বিতীয়ত, পর্তুগিজ এই সুপারস্টারের নামের ওপর রিয়াল ঝুলিয়ে রেখেছে এক বিলিয়নের রিলিজ ক্লজ।

কাজেই রিয়াল বিক্রি করতে না চাইলে, ইউনাইটেডের পক্ষে অত টাকা দিয়ে রোনালদোকে কেনা কোনো কালেই সম্ভব হবে না। বেলকে যে কিনবে, সেই কাজটাও কঠিনই। কারণ, এই ওয়েলস তারকার ওপরও রিয়াল ঝুলিয়ে রেখেছে ৩০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ। তবে রিয়াল যদি বিক্রি করতে রাজি হয়, তাহলেই কেবল ইউনাইটেডের জন্য কাজটা সহজ হবে।

দেখা যাক জল কোন দিকে গড়ায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে